বাংলাদেশ মহেশখালিতে ইসলোক এর উদ্যোগে


 নিজস্ব সংবাদ দাতাঃ ঢাকা, শুক্রবার, ৩০শে, জুন, ২০২৩’ ইন্টারন্যাশনাল সোসাইটি অফ লোকনাথ (ইসলোক) কর্তৃক শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার নামাঙ্কিত মঠ- মন্দির, মিশন,  আশ্রম- সেবাশ্রম ও লোকনাথগত প্রাণ ভক্তদের সাথে শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার আদর্শ, কর্ম, বাবার মহাবানী ও বাবার মহানাম প্রচারের কার্যক্রমের অংশ স্বরূপ

মতবিনিময় সভার আয়োজন কল্পে গতকাল ২৩ জুন ২০২৩ শুক্রবার সকসল ১১ ঘটিকায় দেবাদি দেব মহাদেবের মহাতীর্থ "আদিনাথ" মন্দিরের পাদদেশে অবস্থিত ""কেন্দ্রীয় শ্রীশ্রী লোকনাথ ধাম,  আদিনাথ ঠাকুরতলা, মহেশখালী, কক্সবাজারস্থ"" লোকনাথ মন্দিরে ইসলোকের সাথে এক মত বিনিময় সভা অনুস্টিত হয়।

কেন্দ্রীয় শ্রীশ্রী লোকনাথ ধাম,  আদিনাথ ঠাকুরতলা, মহেশখালী, কক্সবাজার এর পরিচালনা পরিষদের সভাপতি শ্রী পবন কান্তি দে'র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শ্রী সন্তোষ কুমার দে'র পরিচালনায় অনুষ্ঠিত মত বিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন ইসলোক কেন্দ্রীয় আহবায়ক কমিটির সদস্য সচিব লায়ন প্রকৌশলী দীপংকর দাশ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার ২০০ বছর পুর্তি উদযাপন  পরিষদের সাবেক সভাপতি  শ্রী দুলাল  কান্তি দে, সাধারণ সম্পাদক অধ্যাপক মিল্টন কান্তি চৌধুরী ও চন্দনাথ শীর্ষ পদার্পণের ১৬৩ তম বর্ষপূর্তি উদযাপন পরিষদের সাবেক সভাপতি  প্রকৌশলী সোমনাথ দাশগুপ্ত রাজু মহাশয়।

মতবিনিময় সবাই আরো উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন- সর্বশ্রী  আপন কান্তি দে, সুনীল দে, উজ্জল দে,  কাজল কান্তি দে,  দুর্গা চরণ দে,  রঞ্জিত দে, উত্তম কুমার দে, গোপাল দে , সুজন কান্তি দে (ইউপি সদস্য), দীপঙ্কর দে, বাঁশি দে, রুবেল আচার্য, রূপন দত্ত, তপন কান্তি দে, তপন চৌধুরী, নির্মল দেওয়ানজী, খোকন ধর, সঞ্জয় কুমার দে, রূপণ কান্তি দে, প্রদীপ কান্তি দে, স্বপন দাশ, রাসেল ধর, নিমাই ধর প্রমুখ।।

নির্মাণাধীন ঠাকুরতলা মহেশখালী কেন্দ্রীয়  লোকনাথ মন্দির এর সার্বিক কার্যক্রম তুলে ধরা হয় মন্দির কমিটির পক্ষ থেকে এবং মন্দির নির্মান কার্যক্রমে সহযোগিতায় অংশগ্রহণের জন্য বিভিন্ন প্রস্তাবনা প্রেরণ করা হয়। আগামী নভেম্বর ২০২৩ এ শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার সিদ্ধিলাভের ২০৩ তম বর্ষপূর্তি স্মরণ উৎসব ""কেন্দ্রীয় শ্রীশ্রী লোকনাথ ধাম,আদিনাথ, মহেশখালী""তে উদযাপনের জন্য মতবিনিময় সভায় আনুষ্ঠানিক সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সেই সাথে একই সময়ে "আদিনাথ" মন্দিরে তীর্থযাত্রাও অনুষ্ঠিত হবে বলে সকলের মত প্রকাশ করেন।।

পরবর্তীতে আলোচনাক্রমে গ্রহণযোগ্য একটি কমিটি গঠনের মাধ্যমে কক্সবাজার জেলা হতে সমস্ত লোকনাথ ভক্তদের নিয়ে মহেশখালীতে উৎসবটি উদযাপন করার সিদ্ধান্ত মতবিনিময় সভায় গৃহীত হয় ।।

জয় বাবা লোকনাথ।।

Comments

Popular posts from this blog

মহিলা শিক্ষার্থীদের জন্য

দীর্ঘ প্রতীক্ষার পর সফলতা

'দরবারী পদাবলী'-তে গুরু-শিষ্য পরম্পরার অনবদ্য নজির কলকাতায়