সোনাগাছি সত্যি কি স্বচ্ছ হতে পারবে ????

 

নিজস্ব সংবাদ দাতাঃ কলকাতা, সোমবার, ৫ই, জুন, ২০২৩’  বিশ্ব পরিবেশ দিবস পালন কারা হল সোনাগাছিতে প্রতিষ্ঠানে  উপস্থিত ছিলেন IPS শান্তি দাস, ডাক্তার আগ্নিমিতা গিরিসকার, ডাক্তার এ কে সিং, উদ্যগপতি বানিব্রতো কারার, RTI  আমিতাভ চৌধুরি, শ্রমজীবী মহিলা সংঘ কর্তৃক প্রচারিত (তাপসি কোলে সচিব), ট্রান্সজেন্ডার অ্যাক্টিভিটিস রঞ্জিতা সিনহা সোশ্যাল ওয়ার্কার মুন সাহা অরূপ মুখার্জি অ্যাক্টিভিটিস অপরাজিতা গাঙ্গুলী টিচার বংশী বদন চ্যাটার্জী শতাব্দী দাস।

স্বচ্ছ সোনাগাছি কথাটা শুনলে অনেকে হয়তো আঁতকে উঠবেন। প্রশ্ন করবেন সোনাগাছি কি সত্যি স্বচ্ছ হতে পারো। তবে যে সকলে ভাবে সোনাগাছি মানেই অন্ধ, অপরিস্কার, সাঁতসেঁতে, দালালচক্ক, মেয়েদের বেচা কেনার এক অন্ধকারময় স্থান?

এই ধারনাকে পাল্টানোর চেষ্টা শুরু হয়েছিল ১৯৯২ সাল থেকে যখন সোনাগাছি এলাকায় স্বাস্থ্য পরিষেবা শুরু হয়েছিল দুর্বারের হাতধরে। আর পাঁচটা এলাকার মতো পরিবেশে এখানকার শুধু মেয়েরাই নয় অন্যান্য মানুষজন যাতে স্বাস্থ্য সচেতন, পেশাসচেতন, পরিবেশসচেতন, সমাজসচেতন হয়ে নিজেদের মূল সমাজের অংশ হিসেবে পরিচিত হতে পারেন সেই চেষ্টা করে গেছে দুর্বার মহিলা সমন্বয় কমিটি, শ্রমজীবী মহিলা সংঘ ও তাদের সন্তানদের সংগঠন আমরা পদাতিক।

মেয়েদের সংগঠন মেয়েদের একতাবদ্ধ করে শিখিয়েছে যে পেশাই আমরা গ্রহন করি না কেন সেই পেশাকে মর্যাদার সাথে গ্রহণ করা এবং মর্যাদার সাথে পেশা করা। যে পেশায় তাঁরা গ্রহন করেছেন সেই পেশায় যাতে তাঁরা মর্যাদা নিয়ে থাকতে পারে সেই ব্যাপারে উচ্চন্যায়ালও মত দিয়েছেন।

সোনাগাছি তে এখন কবি, সাহিত্যিক, শিল্পী, চিত্রপরিচালক সকলে অনায়াসে চলাফেরা করেন তৈরী করেন তাদের বিভিন্ন লেখা, চিত্রনাট্য আর এর কাজে সাহস যুগিয়েছে এলাকার মেয়েরা যাদের আমরারাস্তার মেয়ে মনে করতাম।

সমস্ত মেয়েরা এখন পুলিশ, সরকারি আধিকারিক, সমাজের অন্যান্য লোকের সংঙ্গে চোখে চোখে রেখে কথা বলতে পারে, আদায় করে নিতে পারে তাদের নায্য দাবিদাওয়া। তারা দায়িত্ব নেয় নিজের সংসার পরিবার ও সন্তানদের। তারা স্বপ্ন দেখে, দেখায় সমাজের অন্য প্রস্তিক মানুষ অনকে। 

তাদের সন্তানরা শিক্ষা দীক্ষায় এখন সমাজের অন্যান্য ছেলে মেয়েদের থেকে কোন অংশে পিছিয়ে নেই। ছেলে মেয়েরা ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, প্রোফেসার হিসাবে গড়ে উঠছে, আর এ ব্যাপারে তাদের আর্থিক ভাবে স্বাবলম্বী করে তুলেছে তাদের মায়েদের তৈরী সমবায় ঊষা মাল্টি পারপাস্ কোঃ অপারেটিভ সোসাইটি লিমিটেড।

তাদের নিজেদের ধ্যানধারনার আমুল পরিবর্তন করে নিয়েছে তাদের সন্তানরা। সন্তানরা মায়েদের অন্ধকুসংস্কার ভেঙে বেরিয়ে এসে পালন করতে শিখিয়েছে মেনস্ট্রুয়েসান হাইজিনডে, আন্তর্জাতিক নারীদিবস, আন্তর্জাতিক যৌনকর্মী দিবস এবং আজকের এই ৫ই জুনের মতো পরিবেশ দিবস।

এই পরিবেশ সচেতনতা শুরু হয়েছে তাদের একদম বাড়ি থেকেই এবং এর মাধ্যমে সকলকে বার্তা দিতে পারছে পরিবেশ রক্ষা না পেলে এই পৃথিবী আমাদের ও বাসযোগ্য থাকবেনা, পরস্পরের সহযোগিতায় তৈরী করছে নিজেদের ও সমাজকে পালটানো।

এই পরিবেশদিবস পালন করার মাধ্যমে আমাদের কর্মসূচী শেষ হয়ে যাবে না এই কর্মসূচী জারী থাকবে সারা বছর যার নামই স্বচ্ছ সোনাগাছি। 

এই কর্মসূচী শুধু সোনাগাছিতে থেমে থাকবে না পশ্চিমবঙ্গের সমস্ত যৌনপল্লী এলাকায় এই স্বচ্ছতা অভিযান চলবে।

Comments

Popular posts from this blog

মহিলা শিক্ষার্থীদের জন্য

দীর্ঘ প্রতীক্ষার পর সফলতা

'দরবারী পদাবলী'-তে গুরু-শিষ্য পরম্পরার অনবদ্য নজির কলকাতায়