ট্রেন দুর্ঘটনায় আহতদের পাশে ভারত সেবাশ্রম সঙ্ঘ
নিজস্ব সংবাদ দাতাঃ কলকাতা, বালেশ্বর ট্রেন দুর্ঘটনায় উদ্ধারকাজে সহযোগিতার হাত বাড়িয়ে দিল ভারত সেবাশ্রম সঙ্ঘ। সঙ্ঘের পক্ষ থেকে দুর্ঘটনার দিন থেকেই এম্বুলেন্সের ব্যাবস্থা করা হয় আহতদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়ার জন্যে। এছাড়া আহত ও নীহতদের পরিবারের সদস্যদের জন্যে থাকা খাওয়া ও প্রাথমিক চিকিতসার ব্যাবস্থা করা হয়৷ সঙ্ঘের প্রধান সম্পাদক স্বামী বিশ্বাত্মানন্দ মহারাজ বলেন, ভারত সেবাশ্রম সঙ্ঘের বিভিন্ন আশ্রম থেকে সন্নাসী ও স্বেচ্ছাসেবকরা এলাকায় গিয়ে সেবা কাজ শুরু করেছেন।
Comments
Post a Comment