৭২ বর্ষে ললিত কলা
নিজস্ব সংবাদ
দাতাঃ কলকাতা, শনিবার, ১০ই জুন, ২০২৩’ নজরুল মঞ্চে কলকাতার প্রখ্যাত সংগীত শিক্ষা কেন্দ্র ললিত কলা -র ৭২ তম প্রতিষ্ঠাবার্ষিকী
উদযাপিত হল।
১০ তারিখ সন্ধ্যায় স্বনামধন্য সংগীত শিল্পী বিদূষী হৈমন্তী শুক্লা,পণ্ডিত
অজয় চক্রবর্তী, ডাক্তার অশোক গাঙুলি, সঞ্জয় মুখোপাধ্যায় প্রমুখ বিশিষ্টজনেরা উদ্বোধন
মুহূর্তে উপস্থিত ছিলেন।
এদিন সংস্থার কর্ণধার ও সংগীত শিক্ষা গুরু জয়ন্ত সরকার জানান,
১৯৫১ সাল আহিরীটোলায় তার বাবা নির্মল সরকার ও মা অঞ্জলি সরকার, দুর্গা সেন, অধীর বাগচী
প্রমুখদের হাত ধরে এই ললিত কলা প্রতিষ্ঠিত হয়। পরে ১৯৮৫ সালে যা স্থানান্তরিত হয় গড়িয়ায়।
বর্তমানে প্রায় ১৬০০ ছাত্র ছাত্রী এখানে প্রশিক্ষণরত।
এখান থেকে অতীতে অসংখ্য ছাত্র ছাত্রী গান শিখে আজ সুপ্রতিষ্ঠিত। যাদের মধ্যে অন্বেষা দত্তগুপ্ত, অনীক ধর,অরিত্র দাশগুপ্ত অন্যতম। অনেকে আছেন বিদেশেও।
এখানে বিভিন্ন জেলা, ভিন রাজ্য এমনকী জার্মানি,ব্রিটেনের মতো বায়রের দেশ থেকেও ছাত্র ছাত্রীরা গান শিখতে আসছেন।এখানে অর্থনৈতিক ভাবে পিছিয়ে থাকা প্রায় ১৫০ জন ছাত্র ছাত্রীকে সম্পূর্ণ নিখরচায় তালিম দেওয়া হচ্ছে। সকলের শুভেচ্ছায় এভাবেই আগামীদিনে এগিয়ে চলবে ললিত কলা।প্রসঙ্গত শিল্পী হৈমন্তী শুক্লা,পণ্ডিত অজয় চক্রবর্তী তাদের বক্তব্যে জয়ন্তবাবু ও তার সহধর্মীনি সীমা সরকারের প্রতি তাদের নিরলস প্রয়াসের ভূয়ষী প্রশংসা করেন, তাদের উদ্যোগকে কুর্নিশ জানান। এছাড়াও এদিন অজয়বাবু রোমন্থন করেন ছেলেবেলার সংগীত চর্চার কিছু অনাবিল স্মৃতিও এবং রাবিবার, ১১ই, জু্ন, ২০২৩’ ললিত কলা -র ৭২ তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুস্থানের স্বামাপ্তি।
Comments
Post a Comment