আজ ড্রাইভার দিবস
বল রামবোসঃ অল ইন্ডিয়া রোড ট্রান্সপোর্ট ওয়ার্কার্স ফেডারেশনের সুবর্ণ জয়ন্তী বর্ষ উপলক্ষে আজ ড্রাইভার দিবস পালন করা হলো যে ড্রাইভাররা যদি কোন সময় গাড়ি চালানো বন্ধ করে দেয় তবে সমস্ত দেশ এবং রাজ্য স্তব্ধ হয়ে যাবে কারণ এই ডাইভার্টাই বিভিন্ন পরিবহন চালিয়ে বিভিন্ন পরিষেবা কে সচল রাখেন বাস লরি অটো টোটো এই মানুষদেরকে কিন্তু আমাদের সমাজ সেই ভাবে সম্মান বা ভালবাসা জানায় না। তাই আজ ড্রাইভার দিবসকে অল ইন্ডিয়া রোড ট্রান্সপোর্ট ওয়ার্কার্স ফেডারেশনের উত্তর ২৪ পরগনা জেলা কমিটির পক্ষ থেকে দক্ষিণেশ্বর নিবেদিতা ব্রিজের নিচে বাস টার্মিনালে
বিভিন্ন রুটের বাস এখান থেকে যাতায়াত করে সেখানকার ড্রাইভারদের জল টাওয়াল মিষ্টি দিয়ে ব্যাচ করিয়ে সম্বর্ধনা জানানো হলো এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অল ইন্ডিয়া রোড ট্রান্সপোর্ট ইউনিয়নের সর্বভারতীয় সভাপতি নেপালদের ভট্টাচার্য, ঝন্টু মজুমদার সিপিআইএম উত্তর ২৪ পরগনা জেলা কমিটির সম্পাদক মন্ডল সদস্য এবং সিআই টি ইউ নেতা সি আই টি ইউ নেতা বাপি নাগ শংকর বোস জহর ঘোষাল কিশোর গাঙ্গুলী শানু রায় সহ সি আই টি ইউ নেতা কর্মীরা এই সম্বর্ধনা পেয়ে ড্রাইভাররা খুশি তাদেরকে কেউ এইভাবে সম্বর্ধিত।
Comments
Post a Comment