টিটাগড় থানার সামনে বিক্ষোভ ও ডেপুটেশন


নিজস্ব সংবাদ দাতাঃ কলকাতা, ২৫ মে, ২০২৩’ প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর নির্দেশে উত্তর ২৪ পরগণা জেলা কংগ্রেস (শহর)-এর সভাপতি তাপস মজুমদারের নেতৃত্বে এক প্রতিনিধি দল বারাকপুরে সদ্য বিবাহিত খুন হওয়া স্বর্ণ ব্যবসায়ীর যুবকের পরিবারের সঙ্গে দেখা করার পর টিটাগড় থানার সামনে বিক্ষোভ ও ডেপুটেশনে জাতীয় কংগ্রেস ।

জেলা সভাপতি জানান প্রশাসনের গাফিলতির ফলেই দুষ্কৃতীদের এই বাড়বাড়ন্ত , বিগত দিনেও দেখা গেছে বারাকপুর মত জায়গায় প্রশাসনের গাফিলতির ফলে দুষ্কৃতীদের সন্ত্রাস এবং টিটাগড় থানার OC পদত্যাগের দাবি জানায়। সভাপতি তাপস মজুমদার আরো জানান আগামীদিনে সর্বভারতীয় বিরোধী দলনেতা তথা পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস সভাপতি শ্রী অধীর রঞ্জন চৌধুরীর নেতৃত্বে প্রশাসনের গাফিলতির ফলে ও সাধারণ মানুষের সুরক্ষার্থে আরো বৃহত্তর আন্দোলন করবে জাতীয় কংগ্রেস । 

উপস্থিত ছিলেন সর্ব ভারতীয় কংগ্রেস কমিটির প্রাক্তন সম্পাদক শুভঙ্কর সরকার, কংগ্রেস নেতা শক্তি মৈত্র, অশোক ভট্টাচার্য, সুজিত দেব,শম্ভু দাস, সৌরভ রায় সহ পার্শ্ববর্তী অঞ্চলের সভাপতি ও জেলা নেতৃত্ব সহ টাউন নেতৃত্ব ও কর্মীবৃন্দ ।

Comments

Popular posts from this blog

মহিলা শিক্ষার্থীদের জন্য

দীর্ঘ প্রতীক্ষার পর সফলতা

'দরবারী পদাবলী'-তে গুরু-শিষ্য পরম্পরার অনবদ্য নজির কলকাতায়