শ্রী শ্রী লোকনাথ বাবার আশ্রমের মন্দিরে মহাদেবের প্রতিমা ভাঙ্গার চেষ্টা করে এক দুষ্কৃতী।

 

নিজস্ব সংবাদ দাতাঃ  শ্রী শ্রী লোকনাথ বাবার আশ্রমটি ঢাকা বিভাগের অন্তর্গত নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলার বারদীতে অবস্থিত। মন্দিরটি ঢাকা থেকে ৩৫ কিলোমিটার দূরে। এটি বাঙালি হিন্দু তীর্থস্থান গুলির জন্য একটি পবিত্র স্থান। 

প্রতি বছর জুন মাসে বাবার তিরোধন দিবোস তিথিতে প্রধান উত্সব দিবস পালিত হয়।  বিভিন্ন দেশের থেকে লক্ষধিক লোকনাথ ভক্ত বারদী আশ্রমে সমবেত হন। শ্রী শ্রী লোকনাথ বাবার আশ্রমটি এলাকায় একটি বাবার সমাধি এবং একটি মন্দির, অতিথিশালা, দুর্গা মন্ডপ ও পুকুর রয়েছে।

রবিবার ৩০ এপ্রিল, ২০২৩” সকাল বেলা শ্রী শ্রী লোকনাথ বাবার আশ্রমের পুকুরের জলের মাধ্যে মাঝে খানে একটি প্রতিষ্ঠিত শিব ঠাকুরের মূর্তি আছে। ঘটনার বিস্তারিত বিবরণে জানা যায়, ওই দিন একটি যুবক শিব ঠাকুরের মূর্তিটির ভাংবার চেষ্টা করে।

ঘটনার সময় উপস্থিত লোকজন সাথে সাথে এই যুবক কে দেখে ফেলে এবং আটক করে পুলিশের হাতে তুলে দেয়। উপস্থিত মানুষজন ও পূজারীরা কিছুতেই বুঝে উঠতে পারছে না এর পিছনে কে বা কারা তাদের কি উদ্দেশ্য ছিল।

এই প্রথম এই ধরনের ঘটনা ঘটে । প্রশাসন থেকে বারদী বিট এর নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ থানা বারদী পুলিশ বিট, পুরো বিশয়েটি গোপন রাখা হয়েছে।

Comments

Popular posts from this blog

মহিলা শিক্ষার্থীদের জন্য

দীর্ঘ প্রতীক্ষার পর সফলতা

'দরবারী পদাবলী'-তে গুরু-শিষ্য পরম্পরার অনবদ্য নজির কলকাতায়