নিজস্ব
প্রতিনিধিঃ, সোমবার, ১০ই, এপ্রিল ’২০২৩, দক্ষিণ ২৪
পরগনা জেলার পাথর প্রতিমা ব্লকের জি প্লটের এক প্রত্যন্ত গ্রাম পঞ্চায়েতের উত্তর সুরেন্দ্রগঞ্জে
চলতি মাসের ১লা এপ্রিল থেকে ১০ই এপ্রিল পর্যন্ত চলেছে দুয়ারে সরকার শিবির প্রকল্পের
কাজ।
পাথর প্রতিমা ব্লকের জি প্লটের দুয়ারে সরকার শিবিরের কাজ সরজমিনে খতিয়ে দেখলেন
দক্ষিণ ২৪ পরগণার জেলাশাসক সুমিত গুপ্তা। এছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত
জেলাশাসক (ডেভেলপমেন্ট) শঙ্খ সাঁতরা, পাথর প্রতিমা বিধানসভার বিধায়ক সমীর কুমার জানা, পাথর প্রতিমার বিডিও রথীন চন্দ্র দে, দক্ষিণ ২৪ পরগনা তথ্য ও সংস্কৃতি আধিকারিক অন্যান্য
মজুমদার সহ আরও অনান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। এই অনুষ্ঠানে এসে জেলাশাসক সুমিত গুপ্তা
বলেন, আমাদের এই জেলায় মোট ৯৯৬৬টি বুথ আছে। এখনো অবধি প্রায় ১০ লাখ মানুষ এই দুয়ারে
সরকার শিবিরের মাধ্যমে পরিষেবা পেয়েছেন। এই দুয়ারে সরকার ক্যাম্পের মধ্যে দিয়ে বেশ
কিছু উপভোক্তার হাতে বিভিন্ন প্রকল্পের সার্টিফিকেট তুলে দেওয়া হয়। প্রসঙ্গত উল্লেখ্য,
এই ক্যাম্প একটি উপভোক্তা কৃষক মান্ডি কার্ড করতে পারছিলেন না। বহুবার আবেদন করার পরেও
কিছু সমস্যার জন্য ওনার হচ্ছিল না। জেলাশাসক সুমিত গুপ্তা তৎক্ষণাৎ সেই কাজে যে সমস্ত
আধিকারিকরা ছিলেন তাদের দ্রুত সেই উপভোক্তার কাজটি করার আদেশ দেন। এই কাজে বেশ খুশি
সেই পরিবার। পাশাপাশি জেলাশাসক আরো জানান, দুয়ারে সরকার ক্যাম্পে পশ্চিমবঙ্গের মধ্যে এই দক্ষিণ ২৪ পরগনা জেলা শীর্ষ
স্থান পেয়েছে।
দুয়ারে সরকার
(১) নিবন্ধনীকিরণ
ও অনুসন্ধান অভিযোগ বাক্স সহযোগে
(২) শিক্ষাশ্রী,
রূপশ্রী, কন্যাশ্রী, মানবিক ,ঐক্যশ্রী, লক্ষ্মীর ভান্ডার, প্রতিকার সংসদপত্র , বিধাবাভাতা
(৩) জাতিগত
শংসাপত্র, তপশিলি বন্ধু,
(৪) স্বাস্থ্যসাথী,
স্বনির্ভর গোষ্ঠীর ক্রেডিট কার্ড
(৫) মৎস্য
ক্রেডিট কার্ড, ভবিষ্যৎ ক্রেডিট কার্ড, মৎস্যজীবীদের নথিভুক্ত কিরণ,
(৬) স্টুডেন্ট
ক্রেডিট কার্ড, ব্যাংক, আধার সংক্রান্ত
(৭) কৃষক বন্ধু,
কিষান ক্রেডিট কার্ড (কৃষি), কৃষি পরিকাঠামো তহবিল, কৃষাণ ক্রেডিট কার্ড, (প্রাণী সম্পদ
বিকাশ)
(৮) জমি সংক্রান্ত,
কৃষি সংক্রান্ত মিউটেশন
(৯) খাদ্য
সাথী, বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা
(১০) হেলথ
কাউন্টার
(১১) আইসিডিএস
কাউন্টার
(১২) স্বনির্ভর
গোষ্ঠীর পণ্য বিক্রয় কাউন্টার
(১৩) বিদ্যুৎ
দপ্তরে নতুন কানেকশন ও অন্যান্য সহযোগিতা
Comments
Post a Comment