কামারহাটিতে তৃণমূলের গোষ্ঠীসংঘর্ষ

 

বলরাম বোসঃ শুক্রবার, ২১, এপ্রিল’২০২৩' বেশ কিছুদিন আগে তৃণমূলের রোহিত সিং ও তৃণমূল ছাত্র পরিষদ নেতা দেবজ্যোতি দের গোষ্ঠীর মধ্যে মারপিটের ঘটনা ঘটে। 

সেই পুরনো বিবাদকে কেন্দ্র করে বেলঘড়িয়া আদর্শ পল্লী এলাকায় আদর্শ সুহৃদ সংঘ কামাহাটি পৌরসভার অন্তর্গত ২৫ নম্বর ওয়ার্ডে অবস্থিত এই ক্লাবের ভিতরে এরা বসেছিল।

তৃনমূল ছাত্র পরিষদ নেতা দেবজ্যোতি দের গোষ্ঠীর ছেলেরা তখন তাদের উপর অতর্কিতে আক্রমণ চালায় রোহিত সিং এর দলবল আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা চালায় বলে অভিযোগ। বাশ, হকি স্টিক ও পিস্তল দিয়ে হামলা চালানো হয়। 

ঘটনায় আহত হয়েছে মোট ৪ জন তৃণমূল ছাত্র পরিষদ কর্মী। আহতদের অভিযোগ রোহিত সিংহের গোষ্ঠীরা হামলা চালানোর সময় কামারহাটি পৌরসভার নির্দল প্রার্থী বাবু মন্ডলের নাম নিয়ে হামলা চালায়। 

 

অভিযুক্ত রোহিত সিং ও সোমনাথ রায় চৌধুরী তৃণমূল কংগ্রেসের ২৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর (বাবু মণ্ডলে)র ঘনিষ্ঠ বলে জানিয়েছে আহত তৃণমূল ছাত্র পরিষদের কর্মীরা। 

ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা তৈরি হয় এলাকায়। আহতদের সাগর দত্ত হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য। অভিযুক্তদের নামে বেলঘড়িয়া থানায় অভিযোগ দায়ের করেছে আহত তৃণমূল ছাত্র পরিষদ কর্মীরা। অভিযুক্ত রোহিত সিং এলাকায় তৃণমূল কর্মী বলে পরিচিত। 
ঘটনায় যাদের দিকে অভিযোগের আঙ্গুল সেই নির্দল পৌরপিতা সোমনাথ রায় চৌধুরী যাকে এলাকার মানুষ (বাবু মণ্ডল) নামে চেনে ও রোহিত সিং এর কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি। কামারহাটিতে তৃণমূলের এই গোষ্ঠীসংঘর্ষের ঘটনায় সরব হয়েছে বিজেপি নেতৃত্ব। বিজেপি নেতা জয় সাহা বলেন, তৃণমূলের সময় ঘনিয়ে এসেছে। কামারহাটিতে তৃণমূলের গোষ্ঠীসংঘর্ষ রোজকার ব্যাপার....

 

Comments

Popular posts from this blog

মহিলা শিক্ষার্থীদের জন্য

দীর্ঘ প্রতীক্ষার পর সফলতা

'দরবারী পদাবলী'-তে গুরু-শিষ্য পরম্পরার অনবদ্য নজির কলকাতায়