বৃন্ত ফ্যাশন ফটোগ্রাফির অন্য অনন্যা
নিজস্ব প্রতিনিধিঃ শহরের বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ফ্যাশন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে থাকে, প্রতিযোগীদের বুদ্ধিমত্তা, সৃজনশীলতা ও সৌন্দর্য এবং জ্ঞানের উপরে প্রতিভা বাছাই হয়ে থাকে। এবার অন্য ধরনের প্রতিভার খোঁজে উত্তর কলকাতার, ১২, এপ্রিল ’২০২৩, মোহিত মৈত্র মঞ্চে, অনুষ্ঠিত হল অন্য অনন্যা মিস গ্ল্যাম আইকন।
আয়োজক "বৃন্ত ফ্যাশন ফটোগ্রাফি এন্ড স্টুডিও এন্ড দা গ্ল্যাম মেক ওভার"। চলচিত্র জগতের এক ঝাঁক শিল্পীর উপস্থিতিতে এদিন সুন্দরী শিরোপাদের হাতে পুরষ্কার তুলে দেন ফ্যাশন ডিজাইনার অভিষেক রায়, শান্তুনু গুহ ঠাকুরতা, মিসেস ইউনিভার্স ইন্টারন্যাশনাল শ্রীপর্ণা রায়, অভিনেতা জয়ন্ত দত্ত বর্মন, অভিনেত্রী ঐশ্বর্য সেন, গ্রুমার মৌসুমি নয়েক, এবং ডায়েটশিয়ান শ্রেয়সী ভৌমিক। এদিনের মঞ্চ আলোকিত করে ছিলেন পুরপিতা সুব্রত ব্যানার্জী, পুরমাতা পূজা পাঁজা সহ মেগা ধারাবাহিকের প্রযোজক -পরিচালক বাবু বণিক, প্রখ্যাত মিষ্টান্ন ব্যবসায়ী ধীমান দাস।এদিন মঞ্চে সফল প্রতিযোগীদের সিনেমা ও সিরিয়ালে অভিনয়ের সুযোগ মিলবে বলে আসা প্রকাশ করেছেন আয়োজক সংস্থার প্রধান বৃন্ত চ্যাটার্জী ও রীতা চ্যাটার্জী।
Comments
Post a Comment