"ট্রি হাউসের" উদ্বোধন বজবজের বুরুলে
নিজস্ব প্রতিনিধিঃ কলকাতা, বুধবার , ১২ এপ্রিল ’২০২৩ বজবজ ২ নং পঞ্চায়েত সমিতির অন্তর্গত বুরুল গ্রামের এক পতিত জমিকে দীর্ঘ তিন বছরের পরিশ্রমে জীব বৈচিত্রের উদ্যান তথা বায়োডাইভারসিটি পার্ক হিসেবে তৈরি করা হল,
যার নাম দেওয়া হয়েছে প্রকৃতির পাঠশালা। তৈরি হয়েছে প্রজাপতি পার্কও।এছাড়াও পর্যটকদের রাত্রিবাস করার জন্য ৫ টি এসি - ননএসি কটেজ নির্মিত হয়েছে।প্রকৃতির পাঠশালা, গাছ ঘর
১). বাতায়ন
প্রকৃতির পাঠশালা, Rs. ২০০০/-টাকা, ২ প্রাপ্তবয়স্ক + ১ বাচ্চা,
২). ছুটি,
প্রকৃতির পাঠশালা, Rs. ২১০০/- টাকা, ২ প্রাপ্তবয়স্ক + ১ বাচ্চা,
৩). চিত্রা,
প্রকৃতির পাঠশালা, Rs. ২১০০/- টাকা, ২ প্রাপ্তবয়স্ক + ১ বাচ্চা
৪). জোনাকি,
প্রকৃতির পাঠশালা, Rs. ২১০০/- টাকা, ২ প্রাপ্তবয়স্ক + ১ বাচ্চা
৫). তিতলী,
প্রকৃতির পাঠশালা, Rs. ২১০০/- টাকা, ২ প্রাপ্তবয়স্ক + ১ বাচ্চা
প্রকৃতির পাঠশালায়
তাঁবু # 6 নং. Rs. ১০০০/- প্রত্যেক তাঁবু ২ জনের জন্য প্রতিটি তাঁবু দুজন শেয়ারিং
ভিত্তিতে।
গঙ্গার কান্ট্রি কটেজে বুরুল পার্ক অ্যান্ড রিসোর্ট
২). আরণ্যক
(বুরুল পার্ক অ্যান্ড রিসোর্ট, বুরুল জেটি
ঘাট), Rs. ২১০০/- টাকা, ২ প্রাপ্তবয়স্ক + ১ শিশু
ছাদের উপরে তাঁবু, গঙ্গার বুরুল পার্ক অ্যান্ড রিসোর্ট
১). টপিং হাউস, বুরুল জেটি, বুরুল পার্ক অ্যান্ড রিসোর্ট, Rs. ২১০০/টাকা, ২ প্রাপ্তবয়স্ক + ১ বাচ্চা, নির্মাণাধীন (কাজ চলছে)
২) দ্যা রেটরেয়াৎ, বুরুল পার্ক অ্যান্ড রিসোর্ট, বুরুল জেটি, Rs. ২১০০/- টাকা, ২ প্রাপ্তবয়স্ক + ১ বাচ্চা, নির্মাণাধীন (কাজ চলছে)
সঞ্জীবনী উদ্যান (ক্যাম্পিং হুগলি নদীর ধারে )
১০ নম্বর তাঁবু: প্রতিটি তাঁবুর জন্য Rs. ১০০০/- টাকা, টুইন শেয়ারিং
ভিত্তিতে ২ ব্যক্তি
Comments
Post a Comment