"ট্রি হাউসের" উদ্বোধন বজবজের বুরুলে

 

নিজস্ব প্রতিনিধিঃ কলকাতা, বুধবার , ১২ এপ্রিল ’২০২৩ বজবজ ২ নং পঞ্চায়েত সমিতির অন্তর্গত বুরুল গ্রামের এক পতিত জমিকে দীর্ঘ তিন বছরের পরিশ্রমে জীব বৈচিত্রের উদ্যান তথা বায়োডাইভারসিটি  পার্ক হিসেবে তৈরি করা হল,

যার নাম দেওয়া হয়েছে প্রকৃতির পাঠশালা। তৈরি হয়েছে প্রজাপতি পার্কও।এছাড়াও পর্যটকদের রাত্রিবাস করার জন্য ৫ টি এসি - ননএসি কটেজ নির্মিত হয়েছে।

প্রকৃতির পাঠশালা, গাছ ঘর

১). বাতায়ন প্রকৃতির পাঠশালা, Rs. ২০০০/-টাকা, ২ প্রাপ্তবয়স্ক + ১ বাচ্চা,

২). ছুটি, প্রকৃতির পাঠশালা, Rs. ২১০০/- টাকা, ২ প্রাপ্তবয়স্ক + ১ বাচ্চা,

৩). চিত্রা, প্রকৃতির পাঠশালা, Rs. ২১০০/- টাকা, ২ প্রাপ্তবয়স্ক + ১ বাচ্চা

৪). জোনাকি, প্রকৃতির পাঠশালা, Rs. ২১০০/- টাকা, ২ প্রাপ্তবয়স্ক + ১ বাচ্চা

৫). তিতলী, প্রকৃতির পাঠশালা, Rs. ২১০০/- টাকা, ২ প্রাপ্তবয়স্ক + ১ বাচ্চা

প্রকৃতির পাঠশালায় তাঁবু # 6 নং. Rs. ১০০০/- প্রত্যেক তাঁবু ২ জনের জন্য প্রতিটি তাঁবু দুজন শেয়ারিং ভিত্তিতে।

থাকছে ঘরোয়া খাবারের রেস্তোরাঁ, দোকান। ব্যবস্থা থাকছে  চড়ুইভাতিরও। ভাড়াও সান্নিধ্যের মধ্যেই। সম্প্রতি এই পার্কের উদ্যানেই বিশিষ্টজনদের উপিস্থিতিতে উদ্বোধন হয়ে গেল প্রকৃতির পাঠশালা তথা ট্রি হাউসের।

এদিন  উদ্বোধন অনুষ্ঠানকে কেন্দ্র করে  উপস্থিত ছিলেন  বজবজ ২ নং ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক নবকুমার দাস, জেলা পরিষদের  সদস্য মনিকা রায়, স্থানীয় পঞ্চায়েত সমিতির সভাপতি মীরা মিত্র, বিশিষ্ট বিজ্ঞানী অনির্বাণ রায়,গ্রামোন্নয়ন দপ্তরের বিশেষ সচিব শুক্তিসিতা ভট্টাচার্য  প্রমুখ বিশিষ্টজন। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন  বিডিও নবকুমার দাস।

পর্যটকদের জন্য আমাদের ৩ টি সম্পত্তি রয়েছে: (১). প্রকৃতির পাঠশালা, (২). বুরুল পার্ক ও রিসোর্ট, গঙ্গার সামনে (৩) সঞ্জীবনী উদ্যান (নদীর ধারে ক্যাম্পিং সাইট)

গঙ্গার কান্ট্রি কটেজে বুরুল পার্ক অ্যান্ড রিসোর্ট

 ১). রূপসী বাংলা ( বুরুল পার্ক অ্যান্ড রিসোর্ট, বুরুল জেটি ঘাট), Rs. ২১০০/- টাকা, ২ প্রাপ্তবয়স্ক + ১ বাচ্চা

২). আরণ্যক  (বুরুল পার্ক অ্যান্ড রিসোর্ট, বুরুল জেটি ঘাট), Rs. ২১০০/- টাকা, ২ প্রাপ্তবয়স্ক + ১ শিশু

ছাদের উপরে তাঁবু, গঙ্গার বুরুল পার্ক অ্যান্ড রিসোর্ট

১). টপিং হাউস, বুরুল জেটি, বুরুল পার্ক অ্যান্ড রিসোর্ট, Rs. ২১০০/টাকা, ২ প্রাপ্তবয়স্ক + ১ বাচ্চা, নির্মাণাধীন (কাজ চলছে)

২) দ্যা রেটরেয়াৎ, বুরুল পার্ক অ্যান্ড রিসোর্ট, বুরুল জেটি, Rs. ২১০০/- টাকা, ২ প্রাপ্তবয়স্ক + ১ বাচ্চা, নির্মাণাধীন (কাজ চলছে)

সঞ্জীবনী উদ্যান (ক্যাম্পিং হুগলি নদীর ধারে )

১০ নম্বর তাঁবু:  প্রতিটি তাঁবুর জন্য Rs. ১০০০/- টাকা, টুইন শেয়ারিং ভিত্তিতে ২ ব্যক্তি

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments

Popular posts from this blog

মহিলা শিক্ষার্থীদের জন্য

দীর্ঘ প্রতীক্ষার পর সফলতা

'দরবারী পদাবলী'-তে গুরু-শিষ্য পরম্পরার অনবদ্য নজির কলকাতায়