রাজনৈতিক কর্মী
নিজস্ব প্রতিনিধিঃ
কলকাতা, ৯ই এপ্রিল ’২০২৩-দক্ষিণ ২৪ পরগনার
সাতগাছিয়া বিধানসভার অন্তর্গত বিষ্ণুপুর ২নং ব্লকের চক এনায়েতনগর অঞ্চল তৃণমূল কংগ্রেসের
উদ্যোগে আজ আমতলা হাটতলায় একটি রাজনৈতিক কর্মী সভা অনুষ্ঠিত হলো। এই অনুষ্ঠানে উপস্থিত
ছিলেন বিষ্ণুপুর বিধানসভার বিধায়ক তথা পশ্চিমবঙ্গ সরকারের পরিবহন মন্ত্রী দিলীপ মন্ডল,
জেলা সভাধিপতি শামীমা শেখ, সাতগাছিয়া বিধানসভার বিধায়ক মোহন নস্কর, ক্যানিং বিধানসভার
বিধায়ক সওকত মোল্লা সহ আরও অন্যান্য বিশিষ্ট নেতা-নেত্রী বর্গ। এই অনুষ্ঠানে এসে সভাধিপতি
শামীমা শেখ বলেন, কেন্দ্রীয় সরকার বেকার যুবক যুবতীদের চাকরি দেবার প্রতিশ্রুতি দিয়েছিল,
কিন্তু এই বাংলায় একটিও বেকারের চাকরি হয়নি। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল
সুপ্রিমো মমতা ব্যানার্জি সেইসব বেকার যুবক যুবতীদের কথা মাথায় রেখে ব্যাবসা করার
জন্য “ ভবিষ্যত কার্ড ” নামে একটি প্রকল্প চালু করেছেন।এছাড়াও দুয়ারে সরকার শিবিরের
মধ্যে দিয়ে আরো অনেক পরিষেবা আমরা পৌঁছে দিচ্ছি মানুষের কাছে। অন্যদিকে কেন্দ্রীয়
সরকার রাজ্যের প্রাপ্য টাকা আটকে রেখে যে ঘৃণ্য চক্রান্ত করছে তারও তীব্র প্রতিবাদ
করেন জেলা সভাধিপতি শামীমা শেখ। এই অনুষ্ঠানে সাধারণ মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার
মতো।
Comments
Post a Comment