বসন্ত উৎসব ২০২৩ অনুষ্ঠিত হলো শ্যামবাজারে

  

নিজস্ব প্রতিনিধিঃ কলকাতা, ৪ঠা মার্চ, শানিবার, ২০২৩ আমরা চিত্র প্রেমী আয়োজিত বসন্ত উৎসব ২০২৩ অনুষ্ঠিত হলো শ্যামবাজার মেট্রো ( মাহিন্দ্র কলেজ ) নিকটে শ্যাম পার্কে অনুষ্ঠানের শুরুতে প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে বসন্ত উৎসবের সূচনা হয়। সূচনা  করেন পণ্ডিত মোলার ঘোষ তারপর নৃত্য পরিবেশন করেন ঝংকার কলেজ অব কালচারের ছাত্রীরা।

আয়োজক সংস্থার পক্ষে উপস্থিত ছিলেন রাজিব মুখার্জি, সঞ্জয় ভট্টাচার্য, গার্গী গুপ্ত, ঝংকার কলেজ অফ কালচারের কর্ণধার শ্রীমতি শিবানী কুন্ডু সাহা, বিশিষ্ট অভিনেত্রী এবং মডেল পিয়াস দাস, পারমিতা ব্যানার্জি, বিশিষ্ট সঞ্চালিকা সায়নী দাস, রঞ্জিতা দত্ত খান, কুমার এস রয় শর্মা, পৌষালী বিশ্বাস,  শ্রীজিতা ঘোষ, অন্বেষা সরকার, নিয়তি ও ইসিকা।

মডেল পিয়াস দাস জানান বসন্ত উৎসবটা ৫/৭ বছর ধরে খুব জনপ্রিয় হয়েছে আমাদের পশ্চিমবঙ্গে সারাটা বছর আমরা সবাই অপেক্ষা করে থাকি এই দিনটার জন্য। সারা ভারতবর্ষে দোল পূর্ণিমা উপলক্ষে ছুটি থাকে ঐদিন, একচুয়ালি বসন্ত উৎসব আমার কাছে খুব প্রিয় এবং  ওই দিনটা আমার কাছে স্পেশাল দিন কারণ ওই দিনটা আমার জন্মদিন। করোনার জন্য দু'বছর বাড়িতে বসে বোর ফিল করেছিলাম এ বছর আবার আগের মতন বসন্ত উৎসব পালন কারা হচ্ছে সব জায়গায়। শ্যাম পার্কে অংশগ্রহণ করতে পেরে ভালো লাগছে।

সহ আরও বেশ কিছু  মডেল ও ফটোগ্রাফারের।

পণ্ডিত মোলার ঘোষ জানান সারাটা বছর আমরা সবাই অপেক্ষা করে থাকি এই দিনটার জন্য। আমাদের সবার মন, প্রাণ এবং হৃদয়কে রঙে রাঙিয়ে ভরিয়ে দেবে।মানুষের মন থেকে যাতে রং চলে যেতে না পারে, তাই এই বসন্ত উৎএবের আয়োজন করা হয়েছে।


 


Comments

Popular posts from this blog

মহিলা শিক্ষার্থীদের জন্য

দীর্ঘ প্রতীক্ষার পর সফলতা

'দরবারী পদাবলী'-তে গুরু-শিষ্য পরম্পরার অনবদ্য নজির কলকাতায়