বিশ্ব বন্যপ্রাণী দিবস পালন
সুশোভন মিস্ত্রি :- দক্ষিণ
২৪ পরগনা জেলার ঝড়খালি রেঞ্জ ফরেস্টে পশ্চিমবঙ্গ বনদপ্তরের পক্ষ থেকে বিশ্ব বন্যপ্রাণী
দিবস উপলক্ষে পশ্চিমবঙ্গ সরকারের বনদপ্তর এর পক্ষ থেকে বর্ণাঢ্য মিছিলের মাধ্যমে সুন্দরবনের
সাধারণ মানুষের কাছে বন্যপ্রাণী সচেতনতা সম্বন্ধে বার্তা পৌঁছে দিতে ছোট ছোট স্কুল
ছাত্র ছাত্রীদের নিয়ে ঝড়খালি রেঞ্জ ফরেস্ট অফিস থেকে মিছিল করে ঝড়খালি জেটিঘাট পর্যন্ত
বনদপ্তরের কর্মীদের সাথে সাথে মিছিলে পা মিলালের সাধারণ এলাকার বাসিন্দা ও এলাকার জে
এফ এম সি কর্মীরা। এদিন এই মিছিলে শেষে ছোট ছোট স্কুল বাচ্চাদেরকে নিয়ে সুন্দরবন এ
ভ্রমণ করান এবং বন্যপ্র াণ সম্বন্ধে তাদের মধ্যে সচেতনতাবোধ গড়ে তুলতে সুন্দরবনের
বিভিন্ন পর্যটন ক্ষেত্রগুলিতে তাদের নিয়ে যাওয়া হয়। এদিন এই অনুষ্ঠানের শুভ সূচনা
করেন দক্ষিণ ২৪ পরগনা জেলার অতিরিক্ত বন বিভাগের আধিকারিক অনুরাগ চৌধুরী এদিন তিনি
বলেন সুন্দরবন বিশ্বের মধ্যে একটি বিশেষ উল্লেখযোগ্য জায়গা করে রেখেছে বন্যপ্রাণ সংরক্ষণ
ও বন্যপ্রাণী বৈচিত্রদের নিয়ে সে জায়গায় সুন্দরবনেরই সাধারণ এলাকারই স্কুল ছাত্র
ছাত্রীরা সুন্দরবনের ভ্রমনে যেতে পারেন না তার জন্যেই এই বন্যপ্রাণী দিবসে সেই সমস্ত
স্কুল ছাত্রছাত্রীদের নিয়ে এদিন ভ্রমণের সাথে সাথে ও তাদের বিভিন্ন অভিজ্ঞতামূলক তথ্য
প্রদান ও করেন বন দপ্তরের পক্ষ থেকে।
Comments
Post a Comment