নিশানের সুরে অন্য নচিকেতা

 



দীপ মিস্ত্রীঃ কলকাতা, সংগীত পরিচালক  নিশান শুভ্র খুব পরিচিত নাম বহুদিন ধরে সংগীত জগতের সাথে যুক্ত রয়েছেন  । সংগীত পরিচালক নিশান শুভ্র অনেক বিখ্যাত-বিখ্যাত গায়ক ও গায়িকাদের সাথে কাজ করেছেন।

আশা ভোঁসলে , কুমার শানু, উদিত নারায়ণ, বাপি লাহিড়ী, জুন ব্যানার্জি, অনুপ জালোটা সহ আরো অনেকের বহু ভাল গান রয়েছে তাঁর সুরে। 

বিখ্যাত ক্যাসেট কোম্পানি টি সিরিজ সহ অনেক ক্যাসেট কোম্পানির সাথে কাজ করেছেন সংগীত পরিচালক   নিশান শুভ্র। কিন্তু এই প্রথম নচিকেতা চক্রবর্তীর সাথে কাজ করছেন।

গত ৬মার্চ,-এই গানের রেকর্ডিং হয়ে গেল। জে এন বাংলার প্রযোজনায় লেকটাউনের স্টুডিও ওয়ার্ল্ড এ,খ্যাতনামা সঙ্গীত শিল্পী নচিকেতা চক্রবর্তী নতুন আধুনিক বাংলা গান।

উদাসী  মনের খোঁজ নিতে গান গাইলেন।সংগীত পরিচালক নিশান শুভ্রের সুরে জসীম উদ্দীনের কথায় "আজ সারাটা দিন" অ্যালবামটি সাড়া জাগাবে বলে আশা প্রকাশ করেছেন সুরকার নিশান শুভ্র।

Comments

Popular posts from this blog

মহিলা শিক্ষার্থীদের জন্য

দীর্ঘ প্রতীক্ষার পর সফলতা

'দরবারী পদাবলী'-তে গুরু-শিষ্য পরম্পরার অনবদ্য নজির কলকাতায়