পুরাতনী গয়নার সম্ভারে সুনিত শ্রীমল জুয়েলার্স এর ভিনটেজ কালেকশন
নিজস্ব প্রতিনিধিঃ কলকাতা, ৪ ঠা মার্চ, ২০২৩- পুরাতনী গয়নার সম্ভারে সুমিত শ্রীমল জুয়েলার্স এর ভিনটেজ কালেকশনের বিশেষ প্রদর্শনী হয়ে গেল কলকাতার এক পাঁচতারা হোটেলে।
নউভিয়াও প্ল্যাটফর্মের ব্যানারে বিশেষ প্রদর্শনীতে সুনিত শ্রীমল জানালেন ১৯০২ সালে প্রতিষ্ঠিত এই প্রতিস্ষ্ঠানের এই বিশেষ প্রদর্শনীর উদ্দেশ্য পুরাতনী এবং হারিয়ে যাওয়া গয়না
নিয়ে আমাদের এই বিশেষ প্রদর্শনী তে শহরের শহরের বেশ কয়েকটি মডেল মাধবীলতা মিত্র , মিসবেঙ্গল খ্যাত সুস্মিতা রায় এবং তামোরি চৌধূরী সহ অন্যান্য মডেলদের ভিনটেজ গয়না সহ উপস্থিত করান টেক্সভো ইন্ডিয়ার মৌসুমী নায়ক। এই উপলক্ষে সুমিত শ্রীমলের সম্পূর্ণ রূপে যোগাযোগ করতে আজই হোয়াটস বট করুন ৯৯২০০৩৪৭৬৯ ।
অলংকারের বিশেষ সম্ভার নিয়ে আরো অনেক সংরক্ষণ পাবেন সুমিত শ্রীমলে।
Comments
Post a Comment