বজবজ ২ নম্বর ব্লক এ বিদ্যালয় পরিদর্শন করেন
নিজস্ব প্রতিনিধিঃ কলকাতা, বুধবার ১৫ মার্চ, ২০২৩, মাননীয় জেলাশাসক, দক্ষিণ ২৪ পরগনা সহ মাননীয় অতিরিক্ত জেলাশাসক (জেলা পরিষদ), মাননীয় মহকুমা শাসক (আলিপুর সদর), ব্লক উন্নয়ন আধিকারিক (বজবজ-২ ব্লক) এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা বজবজ ২ নম্বর ব্লকের অন্তর্গত মুচিশা বামনগিনী দেবী বালিকা বিদ্যালয় এবং মুচিশা অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেছেন। প্রথমে জেলাশাসক মুচিশা বামনগিনী দেবী বালিকা বিদ্যালয়ে পৌঁছোন এবং ঐ বিদ্যালয়ের রান্নাঘর এবং মিড ডে মিল প্রক্রিয়া পরিদর্শন করেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষিকাকে কে স্কুলের মোট ছাত্রী, মিড ডে মিল গ্রহীতার সংখ্যা সম্পর্কে জিজ্ঞাসা করেন। প্রধান শিক্ষিকা জানান যে আজ মিড ডে মিল নিয়েছে ১৭৮ জন শিক্ষার্থী এবং ঐ বিদ্যালয়ের মোট শিক্ষার্থীর সংখ্যা ৪৪০ জন।জেলাশাসক তখন স্কলারশিপ প্রোগ্রাম সম্পর্কে খোঁজখবর নেন এবং কোন সমস্যা আছে কিনা তা জানতে চান। যার উত্তরে প্রধান শিক্ষিকা জানিয়েছে যে শিক্ষাশ্রী, কন্যাশ্রী, সবুজসাথী, ঐক্যশ্রী এবং মেধাশ্রী বৃত্তি কার্যক্রম সফলভাবে চলছে। তারপর জেলাশাসক দশম শ্রেণীর শ্রেণীকক্ষ পরিদর্শন করেন এবং ছাত্রী ও শিক্ষিকার সাথে পড়াশুনো, মিড ডে মিল এবং অন্যান্য সুবিধা যেমন ইউনিফর্ম, স্কলারশিপ ইত্যাদি সম্পর্কে মতবিনিময় করেন এবং শিক্ষার্থীদের দ্বারা জানানো হয় যে তারা উপরে উল্লিখিত স্কিমগুলির বিষয়ে সন্তুষ্ট। এর পরে জেলাশাসক, অতিরিক্ত জেলাশাসক এবং মহকুমা শাসক পৃথকভাবে শিক্ষার্থীদের তাদের জীবনের লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে জিজ্ঞাসাবাদ করেন এবং ক্লাস মনিটরদের সাথে কথা বলেন।জেলাশাসক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য একটি কার্যকরী জিমনেসিয়াম দেখে সন্তুষ্ট হন।
তারপর জেলাশাসক সহ পরিদর্শনকারী দল মুচিশা অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন এবং জেলাশাসক, মহকুমা শাসক এবং অন্যান্য গণ্যমান্য ব্যক্তিরা বিদ্যালয়ের রান্নাঘর এবং ক্লাস রুম পরিদর্শন করেন।
এরপর প্রধান শিক্ষিকার সাথে কথা বলেন, স্কুলের সাব-ইন্সপেক্টরের সাথে স্কুল পরিদর্শনের ফ্রিকোয়েন্সি এবং মিড ডে মিল সংক্রান্ত কোন সমস্যার সম্মুখীন হচ্ছেন কিনা সে বিষয়ে কথা বলেন এবং স্কুলের সাব-ইন্সপেক্টরের কাছ থেকে সন্তোষজনক উত্তর পাওয়ার পর তাঁর বিদ্যালয় পরিদর্শনের সমাপ্তি করেন।তিনি বজবজ ২ নম্বর ব্লক এ বিদ্যালয় পরিদর্শনের পাশাপাশি
পথশ্রী রাস্তাশ্রী প্রকল্প নিয়েও আলোচনা করেন এবং কিভাবে এই প্রকল্পের কাজ দ্রুত শেষ
করা যায় সেটিও খতিয়ে দেখেন।
এছাড়াও ঐ এলাকার মানুষের
শিল্প-সংস্কৃতির চর্চাকে প্রসারের উদ্দেশ্যে বুড়ুল বাহিরকুঞ্জ তে একটি কমিউনিটি হল
তৈরি করার জন্য জমির খোঁজখবর করেন।
Comments
Post a Comment