বিধানসভা থেকে শিয়ালদহ স্টেশন

সঞ্জয় রায়চৌধুরীঃ কলকাতা, বৃহস্পাতিবার, ১৬ মার্চ '২০২৩, শিক্ষক নিয়োগ দুর্নীতিদের হাইকোর্টের নির্দেশনা গ্রুপ-সি সেখানে নাম আছে তৃণমূলের নেতা-মন্ত্রীদের আত্মীয়-স্বজনের এবং বীরভূমের কির্ণাহারে মুখ্যমন্ত্রীর ভাইজি সহ একাধিক নেতা মন্ত্রীর আত্মীয়- ঘনিষ্ঠজনের নাম। কয়েকদিন আগে চলমান প্রদর্শনী শুরু হয়েছে বিধানসভার থেকে শিয়ালদহ স্টেশন চত্বরে এই প্রদর্শনীর আয়োজন উত্তর কলকাতা ভারতীয় জনতা পার্টি পক্ষ থেকে ছিলেন ১৫ জন এমএলএ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৫০ নম্বর ওয়ার্ডের পৌরপিতা ও বিজেপি নেতা সজল ঘোষ ছিলেন উত্তর কলকাতার বিজেপির সভাপতি তমগ্ন ঘোষ সহ একাধিক বিজেপির কার্যকর্তারা। এখানে তারা প্রদর্শন দেখান এবং এটা সারা রাজ্যব্যাপী দেখানো হবে বলেও জানান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেই সঙ্গে পথ চলতি যারা মানুষ ছিল তাদেরও দাঁড়িয়ে তাকে এই প্রদর্শন ঢাকার অনুরোধ জানান! এবং আগামী দিনে এই প্রদর্শন চলবে। 

কেননা মেধা বিক্রি হয়েছে, যারা চাকরি পেয়েছে তৃণমূল কংগ্রেসের নেতা-মন্ত্রী থেকে শুরু করে মুখ্যমন্ত্রী ভাইজি পর্যন্ত এই তালিকায় আছেন এই প্রদর্শনীতে দেখানো হচ্ছে। হরিণঘাটার বিধায়ক অসীম সরকার গানের মাধ্যমে এই প্রদর্শনীর কথা তুলে ধরেন  এবং শুক্রবার, ১৭ মার্চ, ২০২৩, হাওড়া স্টেশনে শিক্ষক নিয়োগ দুর্নীতি হাইকোর্টের নির্দেশে গ্রুপ-সি বেআইনিভাবে যাদের চাকরি হয়েছে। হাওড়া স্টেশনে ও চলমান প্রদর্শনী হাওড়া জেলা সদরের পক্ষ থেকে এই চলমান প্রদর্শনীর আয়োজন সেখানে উপস্থিত ছিলেন ভারতীয় জনতা পার্টির পরিষদীয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারসহ একাধিক এম এল এর হাতে প্ল্যাকেট নিয়ে ছোট হ্যান্ড মাইকে প্রচার করে পথ চলতি যারা মানুষ ছিল তাদের উদ্দেশ্যে এই চলমান প্রদর্শনীর দেখার আহ্বান জানানো অনুরোধ করে!


Comments

Popular posts from this blog

মহিলা শিক্ষার্থীদের জন্য

দীর্ঘ প্রতীক্ষার পর সফলতা

'দরবারী পদাবলী'-তে গুরু-শিষ্য পরম্পরার অনবদ্য নজির কলকাতায়