ফ্রী ভ্যাকসিনেশন ক্যাম্প ব্যবস্থা করা
.jpeg)
"ফার এন্ড কেয়ার"-এর কর্ণধার
শ্রেয়া গুহ এবং চিরতোষ রায় জানালেন প্রতিদিন প্রায় ৫০ টি পশুর চিকিৎসার ব্যবস্থা
থাকলেও এই বিশেষ দিনে ফ্রী ভ্যাকসিনের ব্যবস্থা করা হল। এদিন ৩২টি কুকুরকে ভ্যাকসিন
দেওয়া হয়। এদিন উপস্থিত ছিলেন কলকাতার ১১০ নম্বর ওয়ার্ডের পুরপিতা স্বরাজ কুমার
মন্ডল । তাঁর উদ্যোগে আগামী দিনে এক বিশেষ
ভ্যাকসিন ও ক্লিনিক্যাল পরিষেবার কথা ঘোষণা করা হয় এই ক্লিনিকের সহযোগিতায়।
এক বছর হল আমরা শুরু করি, আমি নিজে পশু খুব ভালোবাসি, আমার নিজেরও পোষ্য আছে। আমি নিজে খুব সেবা যত্ন করি। কোথায় রাখবো এবং কোথায় ভালো পরিষেবা পাবে।
পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে আমার পোষ্যকে যত্ন করবে তাই এই চিন্তা ভাবনা থেকেই তৈরি আমাদের এই ক্লিনিক। পোষ্য রাখার ব্যবস্থার কারণ মালিকেরা আমাদের কাছে পেট রেখে যেতে পারে আমাদের এখানে "পেট ট্রেনিং" প্রাপ্ত কর্মী আছে।আমাদের অফিসের সহকর্মীদের জন্যই এটা চালাতে পারছি পুরোটাই তাঁদের কৃতিত্ব ভবিষ্যতে আমাদের চিন্তাভাবনা আছে। এখানে একটা হাইড্রো থেরাপি হয়। আমাদের এখানে পোষ্য প্রেমীরা কেউ রাখতে চাইলে ফিট রাখতে পারেন। থাকা-খাওয়া নিয়ে (ছোট হলে) ৬০০ টাকা এবং ( বড় হলে) ৮০০ টাকা।প্রতিদিন। চব্বিশ ঘন্টা ডাক্তারের ব্যবস্থা আছে ।অনেক জায়গায় দেখা যাচ্ছে একটার মধ্যে চারটে পাঁচটা ফিট রাখেন , কিন্তু আমাদের এখানে সব সিঙ্গেল সিঙ্গেল এবং একসাথে সবাই ঘুরে বেড়ায়। অনেক বারস আছে রাবিট আছে আনফিট করতে হয়। ফ্রী ভ্যাকসিন হয়েছিল ওই দিনের জন্য পরবর্তীকালে এটা চার্জেবল ৩০০ টাকা থেকে দেওয়া হয়ে যাবে প্রথম বছরের পাঁচটা দেওয়া হয় তারপরে বছর তিনটে।
Comments
Post a Comment