তীব্র সমালোচনা করলেন মুখ্যমন্ত্রীকে

 নিজস্ব প্রতিনিধিঃকলকাতারাজ্যপালের যে হাতে করে অনুষ্ঠান সেটার তীব্র সমালোচনা করলেন মুখ্যমন্ত্রীকে এবং তাকে মিথ্যা করেন! এই টোটাল অনুষ্ঠানটাই দুজন আধিকারিক এই কাজটা করেছে রাজ্যপাল একজন সজ্জন ব্যক্তি উনি খুবই উচ্চশিক্ষিত সেই কারণে হাতে করে অনুষ্ঠানটা মনে হয় ঠিক হয়নি কারণ নিরক্ষররা হাতে খড়ি দায়ী সর্বশিক্ষা অভিযানও কেন্দ্রীয় সরকার হয়েছে সেখানে এই জিনিসটা হলেও চলত কিন্তু রাজ্যপালের এই অনুষ্ঠানটা পুরো বেমানান! সেই সঙ্গে তিনি তথাগত রায় ও বিমান বসুর সুনাম করেন কেননা অনুষ্ঠানে তিনি রাজ্যপালের আমন্ত্রণে গেছিলেন কিন্তু হাতে খড়ির সময়ে তারা উঠে আসে তাদের এই চলে আসাটাকে তিনি সাধুবাদ জানান!

রাজ্যপাল আগামীকাল দিল্লি যাচ্ছেন একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গের সঙ্গে তার সাক্ষাৎ হবে! অনেকেই হয়তো কালকে এই বিষয়টি অবগত করবেন এবং তিনি নিজেও রাজ্যপালকে জানাবেন এই টোটাল বিষয়টা! চা পার্টি, প্রজাতন্ত্র দিবসে হয় সেটা অব্দি ঠিক আছে আমিও এর আগে এরকম অনুষ্ঠানে গেছিলাম কিন্তু হাতে খড়ির নামে টাকা খরচ এটা ঠিক নয় জনগণের করের টাকা!AVBP সরস্বতী পূজা এসে তীব্র আক্রমণ করলেন শুভেন্দু অধিকারী।

Comments

Popular posts from this blog

মহিলা শিক্ষার্থীদের জন্য

দীর্ঘ প্রতীক্ষার পর সফলতা

'দরবারী পদাবলী'-তে গুরু-শিষ্য পরম্পরার অনবদ্য নজির কলকাতায়