বাসন্তীতে ভূমি রাজস্ব আধিকার এর বদলির প্রতিবাদে

 

সুশোভন মিস্ত্রী-দক্ষিণ ২৪ পরগনা :- দীর্ঘ তিন বছর বাসন্তী ব্লকের ভূমি রাজস্ব আধিকারিকের দায়িত্ব পালন করে চলছিলেন বাসন্তী ব্লকের R.O অফিসার জয়তু বন্দ্যোপাধ্যায়। বিগত কিছুদিন আগেই রাজ্য সরকারের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয় তার বদলির জন্য। এই ঘটনা প্রকাশ্যে আসতেই বৃহস্পতিবার বাসন্তী বি এল আর ও অফিসে বিক্ষোভ দেখায় বাসন্তী ব্লকের সাধারণ জনগণ। 

তাদের মূলত দাবি বাসন্তীতে তিনি জয়েন করার পরেই বাসন্তী ব্লকের সমস্ত মানুষের সরকারি অধিকার ভাবে বন্টন করেছেন এবং বাসন্তী বি এল আর ও অফিস থেকে দালাল চক্রেরও বন্ধ করেন তিনি এবং সাধারণ মানুষকে হয়রানির হাত থেকে রেহাই দেন এমন দাবি নিয়ে ব্লকের কয়েকশ সাধারণ মানুষ বিএলআরও অফিসের সামনে তার বদলি বন্ধ করার দাবি নিয়ে বিক্ষোভ দেখায়। সাধারণ মানুষের আরো দাবি তিনি শুধুমাত্র আর ও অফিসার ছিলেন না অন্যের সুখ-দুঃখে সাহায্যে তিনি বরাবরই সাহায্য করত। তাই বাসন্তী ব্লক থেকে এমন কাজের মানুষকে বাসন্তী ব্লকের জনসাধারণরা ছাড়তে চাইছে না। এদিন তাদের এই বিক্ষবে আরো বলা হয় সরকারিভাবে যদি কোন রকম পদক্ষেপ নেওয়া না হয়। আগামী দিনে তারা এটা নিয়ে আরো বৃহত্তর আন্দোলনে শামিল হবেন এমনও হুঁশিয়ারি দেয়।

Comments

Popular posts from this blog

মহিলা শিক্ষার্থীদের জন্য

দীর্ঘ প্রতীক্ষার পর সফলতা

'দরবারী পদাবলী'-তে গুরু-শিষ্য পরম্পরার অনবদ্য নজির কলকাতায়