মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।

নিজস্ব প্রতিনিধিঃকলকাতাশিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠিয়েছে ইডি। সূত্রের খবর এই মামলায় হুগলির অপর এক যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষের পাশাপাশি শান্তনু ব্যানার্জীর বাড়িতে ও ইতিমধ্যেই রেড করেছে ইডি আধিকারিক।গত সপ্তাহে  বুধবার, বৃহস্পতিবার ও শুক্রবার পরপর তিনদিন  সল্টলেকের ইডি দপ্তরে হাজিরা দেয় শান্তনু ব্যানার্জি। সূত্রের খবর  তাকে বেশ কিছু ডকুমেন্টস ও ব্যাংক ডিটেলস নিয়ে আসতে বলেছে। গতকাল তাপস মন্ডল কে আলাদা জিজ্ঞাসাবাদ করা হয়। আর গোপাল দলপতি ও কুন্তল ঘোষকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। সেখান থেকে বেশ কিছু তথ্য উঠে আসে সেই নিয়েও জিজ্ঞাসাবাদ করা হবে বলে ইডি সূত্রে খবর।

Comments

Popular posts from this blog

মহিলা শিক্ষার্থীদের জন্য

দীর্ঘ প্রতীক্ষার পর সফলতা

'দরবারী পদাবলী'-তে গুরু-শিষ্য পরম্পরার অনবদ্য নজির কলকাতায়