লেখিকা রেখা দুগারের '৪ একর'

নিজস্ব প্রতিনিধিঃকলকাতাএক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে  কোলকাতার 'আইসিসিআর'-এ লেখিকা রেখা দুগারের '৪ একর' গ্রন্থ প্রকাশ করলেন  অভিনেত্রী দেবশ্রী রায়। ৪ একর এমন এক রচনা যেখানে এক প্রায় অথর্ব পরিবারের ৩ সদস্যের জীবন কাহিনী তুলে ধরা হয়েছে। কাহিনীর পরতে পরতে আছে সুখ, যন্ত্রণা ও অন্যান্য সাংসারিক অনুভূতির নবরসের সঞ্চার। গ্রন্থ প্রকাশ অনুষ্ঠানে অভিনেত্রী দেবশ্রী রায় ছাড়াও উপস্থিত ছিলেন সুনীতা সেন, গৌতম সরকার, মহুয়া রায়, ঋদ্ধি, অভিরূপ সেনগুপ্ত, সায়ন্তন দাস, পাপড়ি জৈন সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গ।

Comments

Popular posts from this blog

মহিলা শিক্ষার্থীদের জন্য

দীর্ঘ প্রতীক্ষার পর সফলতা

'দরবারী পদাবলী'-তে গুরু-শিষ্য পরম্পরার অনবদ্য নজির কলকাতায়