মিথ্যে কথা বলেছে,কুন্তল।

নিজস্ব প্রতিনিধিঃকলকাতা, গোপাল দলপতি - ঘুরে আসি সব বলবো। আমি সবই বলবো। টাকা নেওয়ার বিষয় ভুল। মিথ্যে কথা বলেছে,কুন্তল। আমি কুন্তল কে চিনি তাপসের মাধ্যমে টাকার কোন প্রশ্ন নেই।কিন্তু কোনো টাকা পয়সার লেনদেন হয়নি। তাপস মন্ডল - ইডি আমাকে বলেছিল, গোপাল দলপতি আপনার জেলার লোক। ওর বিষয়ে একটু খোঁজখবর করে দেখুন। আমি সেই মতো ওই জেলায় একটি অনুষ্ঠানে যায়২৮ তারিখ এ। সেখানে ওর সাথে দেখা করে হাজিরা দিতে বলেছিলাম। আমার ক্যান্ডিদেটদের টাকা, ছাত্র ছাত্রীদের টাকা নিয়েছিল ও ।ওর দুজন প্রার্থী ছিল ,তাই পরিচয় করিয়েছিলাম।গোপাল কি বলবে,এটা তদন্তের বিষয়।

Comments

Popular posts from this blog

মহিলা শিক্ষার্থীদের জন্য

দীর্ঘ প্রতীক্ষার পর সফলতা

'দরবারী পদাবলী'-তে গুরু-শিষ্য পরম্পরার অনবদ্য নজির কলকাতায়