আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে
নিজস্ব প্রতিনিধিঃকলকাতা, কারকিনোস হেলথকেয়ার জাতীয় ক্যান্সার প্রতিরোধ মাস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে,২১শে ফেব্রুয়ারী কুমারটুলি মৃৎ শিল্পী সংস্কৃতি সমিতি এবং দক্ষিণ হাওড়া মুক্তধারার সহযোগীতায় প্রাথমিক সনাক্তকরণ এবং ঝুঁকি মূল্যায়নের মাধ্যমে ক্যান্সার প্রতিরোধের উপায় সম্পর্কে এলাকার সমস্ত বাসিন্দাদের সচেতন করার জন্য ইসলামিয়া হাসপাতালের বিখ্যাত ক্যান্সার বিশেষজ্ঞদের সাথে ক্যান্সারের বিষয় স্বাস্থ্য আলোচনা ও স্বাস্থ্য শিবিরের ব্যবস্থা করেছে |
এই স্বাস্থ্য আলোচনার মাধ্যমে গলার ক্যান্সার এর প্রধান উপসর্গ তথা চিকিৎসার বিকল্পগুলির সম্পর্কে বিস্তীর্ণরুপে তথ্য প্রদান করা হয় |বিশেষ সম্মানিত অতিথিবৃন্দ মধ্যে উপস্থিত ছিলেন বিপিণ গণোত্রা (পদ্মশ্রী),ডঃ অভি মন্ডল (রেডিয়েশন অনকোলজিস্ট)আরো বিশিষ্ট অতিথিবৃন্দ।
Comments
Post a Comment