কামারহাটি পৌরসভার ৩৫ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলার দেবযানী মুখার্জি



নিজস্ব প্রতিনিধিঃআগামী ২৩শে ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা সকাল বেলা  সকাল মাধ্যমিক পরীক্ষার ছাত্রছাত্রীদের বাড়ি বাড়ি গিয়ে শুভেচ্ছা বার্তা প্রদান করলেন কামারহাটি পৌরসভার ৩৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দেবযানী মুখার্জি আসন্ন মাধ্যমিক পরীক্ষার্থীদের হাতে গোলাপ ফুলের স্তবক, পেন এবং চকলেট তুলে দেন ওয়ার্ডের কাউন্সিলর দেবযানী মুখার্জি পরীক্ষার্থীদের যাতে কোনো রকম অসুবিধা না হয় তার জন্য দেখভাল করার আশ্বাস কাউন্সিলরের কোনো পরীক্ষার্থীর বাড়িতে আর্থিক অনটন রয়েছে

তাদের পড়াশুনোর ক্ষেত্রে কোনো সহযোগিতা লাগবে কি না সেই সমস্ত খোঁজ খবর নেওয়া থেকে শুরু করে পরীক্ষার্থীদের শরীরের দেখভাল করার কথাও বলেন তিনি কামারহাটি পৌরসভার ৩৫ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলার দেবযানী মুখার্জি বলেন, পরীক্ষা দোরগোড়ায়, হাতে খুব কম সময় তাই বাড়ি বাড়ি ওদের শুভেচ্ছা বার্তা পৌঁছে দেওয়া হল যাতে ওরা পরীক্ষায় ভালো ফল করার অনুপ্রেরণা পায় এর পাশাপাশি কাউন্সিলরকে পাশে পেয়ে খুশি পরীক্ষার্থীরাও এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে পরীক্ষার্থীরা বলে, বাড়ির লোকজন এবং স্কুলের শিক্ষক শিক্ষিকারা ছাড়া এর আগে কেউ এভাবে উৎসাহিত করেননি এমন কি এদিন পরীক্ষার্থীদের বাড়ি বাড়ি শুভেচ্ছা বার্তা প্রদান করতে গিয়ে এলাকার মানুষদের সুবিধা অসুবিধার কথা শোনেন কাউন্সিলর

Comments

Popular posts from this blog

মহিলা শিক্ষার্থীদের জন্য

দীর্ঘ প্রতীক্ষার পর সফলতা

'দরবারী পদাবলী'-তে গুরু-শিষ্য পরম্পরার অনবদ্য নজির কলকাতায়