১০০ দিনের কাজের মজুরি পাবেন না।

নিজস্ব প্রতিনিধিঃকলকাতা, ১০০ দিনের কাজের জব কার্ডের সঙ্গে আধার সংযোগের কাজ দ্রুত শেষ করতে রাজ্যের  পঞ্চায়েত দফতর নির্দেশিকা জারি করেছে। রাজ্যের প্রতিটি জেলা প্রশাসনের জন্য জারি করা ওই নির্দেশিকায় বলা হয়েছে রাজ্যে এখনও ১০০ দিনের কাজের যে সব শ্রমিকদের  জবকার্ড বা ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার সংযোগের কাজ শেষ হয়নি তা আগামী ১২ ফেব্রুয়ারির মধ্যে সেরে ফেলতে হবে। প্রয়োজনে বাড়ি বাড়ি গিয়ে সরকারি আধিকারিকদের ওই কাজ করতে হবে। না হলে ১ লা এপ্রিল থেকে ওই উপভোক্তারা  ১০০ দিনের কাজের মজুরি পাবেন না। প্রশাসনিক সূত্রে খবর রাজ্যে এখনও প্রায় ৭১ লক্ষ উপভোক্তার উপভোক্তার প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড সংযোগের কাজ বাকি রয়েছে। প্রায় ৩০ হাজার উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টের  সঙ্গে আধার যোগ নেই। নির্দেশিকায় বলা হয়েছে ১ ফেব্রুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারির সরকারি আধিকারিকদের  বাড়ি বাড়ি গিয়ে উপভোক্তাদের খুঁজে বের করতে হবে। ৭ তারিখ থেকে ৯ তারিখ পর্যন্ত চলবে বকেয়া আধার সংযোগের কাজ। ১২ তারিখের মধ্যে ওই কাজ শেষ করে সেই সংক্রান্ত নথি পঞ্চায়েত দফতরে জমা করতে হবে।   

উল্লেখ্য রাজ্যে ১০০ দিনের  জবকার্ডের সঙ্গে বা ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার সংযোগের কাজ আগেই শুরু হয়েছিল। কিন্তু সেই কাজ বেশ ধীর গতিতে হওয়ায় এখনও বাংলার প্রায় ১ কোটি উপভোক্তার জবকার্ড বা ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ডের সংযোগ করে ওঠা যায়নি। তার জেরেই রাজ্য পঞ্চায়েত দফতরের তরফে বিশেষ নির্দেশিকা জারি করা হয়েছে। সেই নির্দেশিকাতেই কোন জেলায় কত আধার সংযোগের কাজ বাকি আছে সেটাও জানিয়ে দেওয়া হয়েছে। সেই সঙ্গে এটাও বলে দেওয়া হয়েছে যে এই সংযোগের কাজ নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ না হলে ১০০ দিনের কাজের টাকা বা  আবাস যোজনার টাকা পাবেন না উপভোক্তা।

Comments

Popular posts from this blog

মহিলা শিক্ষার্থীদের জন্য

দীর্ঘ প্রতীক্ষার পর সফলতা

'দরবারী পদাবলী'-তে গুরু-শিষ্য পরম্পরার অনবদ্য নজির কলকাতায়