নবান্ন এবং রাজ ভবনের সংঘাত অবার
নিজস্ব প্রতিনিধিঃকলকাতা, রাজ্যের অস্বস্তি বাড়িয়ে এবার প্রশাসনিক কাজে নজরদারি বাড়ানো জন্য ভিন রাজ্যের আমলাদের নিয়ে কমিটি গঠন করলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। সূত্রের খবর প্রাক্তন সিবিআই কর্তা রাকেশ আস্থানা সহ বেশ কয়েক জন প্রাক্তন আমলাদের নিয়ে তিনটি কমিটি গঠন করলেন তিনি। এই বিশেষ কমিটি রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি থেকে নিয়ে প্রশাসনিক কাজে দুর্নীতি সহ একাধিক বিষয়ে নিয়ে নজরদারি করবে। রাজ্যের সঙ্গে রাজ ভবনের দূরত্ব সৃষ্টি হওয়ার পর থেকেই সংঘাতের পরিহার বেড়েছে। সূত্রের খবর কেন্দ্রীয় স্বরাষ্ট্র দফতরের নির্দেশেই এই কমিটি গঠন করা হয়েছে বলে মনে করা হচ্ছে। এই কমিটি রাজ্য প্রশাসনের কাজকর্মের উপরে নজরদারি চলাবে বলে খবর। এই তিনটি কমিটির হল গভর্নরস অ্যাডভাইজরি কাউন্সিল, গভর্নরস রিসোর্স গ্রুপ এবং গভর্নরস এক্সপার্ট কমিটি। এই তিনটে কমিটির শীর্ষে থাকবেন একজন করে ভিন রাজ্যের আমলারা। সূত্রের খবর ইতিমধ্যে এই কমিটির জন্য রাজ ভবনে আলাদা করে ঘর তৈরি করা হচ্ছে। তবে এই তিনটি কমিটির প্রধান দের থাকা খাওয়া দাওয়া , যাতায়াত এবং নিরাপত্তার জন্য সমস্ত খরচই রাজ্য সরকারের কে বহন করতে হবে বলে জানা যাচ্ছে। এই কমিটি কে গোল্ডেন গ্রুপ বলা হচ্ছে। প্রাক্তন সিবিআই কর্তা রাকেশ অস্থনা সহ বাকি দুজনের মধ্যে একজন প্রাক্তন আইআইটি এবং আইআইএমের প্রাক্তন ডিরেক্টর রয়েছেন। এই বিষয় নিয়ে ইতিমধ্যে রাজ্য সরকারের কে অবগত করা হয়েছে। এই বিষয়ে রাজ্যের পক্ষ থেকে ঘোর আপত্তি জানানো হলেও। রাজ্যপাল নিজের অবস্থানে অনড় বলে জানা যাচ্ছে। রাজনীতিক মহলের ধারণা যে আসলে আপাতত রাজ্য সরকার এবং রাজ ভবনের মধুচন্দ্রিমা শেষ। এবার কমিটি গঠন কে কেন্দ্র করে আগামী দিনে নবান্ন এবং রাজ ভবনের সংঘাত অবার নতুন করে তুঙ্গে ওঠেতে পারে বলে মত বিশেষজ্ঞ মহলের।
Comments
Post a Comment