পরিবারের একটাই অভিযোগ ই এস আই হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা সঠিক না

বলরামবোসঃ কামারহাটি ইএসআই হাসপাতালের টেক্সমেকো কারখানার এক শ্রমিকের মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা গত ৫ই ফেব্রুয়ারি কামারহাটি ইএসআই হাসপাতালে ভর্তি করা হয় সঞ্জয় রাজভর বয়স ৩৭ বেলঘড়িয়া টেক্সমেকো ডিভিশন কারখানার কন্টাকটারের আন্ডারে কর্মী, কামাটি পৌরসভার অন্তর্গত ২৯ নম্বর ওয়ার্ডের টেক্সম্যাকো ৪ নম্বর রেলগেট সংলগ্ন অঞ্চলে বসবাস করে ৮ তারিখ ই এস আই হসপিটাল এর পক্ষ থেকে পাঠানো হয়। কলকাতার বিপি পোদ্দার হাসপাতালে চিকিৎসার জন্য সেখানে তারা সঞ্জয় রাজভরকে দেখানোর পরে সেই হাসপাতাল থেকে বলা হয়।

অবিলম্বে আই টি ইউ বিভাগে ভর্তি করার জন্য ইএসআই কামারহাটি হাসপাতাল থেকে রোগীর পরিবারকে বলা হয়। সেখানে যার চিকিৎসার খরচা পড়বে ই এস আই পক্ষ থেকে দেওয়া সম্ভব না। তারা আবার কামারহাটি ইএসআই হাসপাতালে নিয়ে আসে সেখানকার কর্তৃপক্ষ হাসপাতালের ভিতরেই ব্যারাকপুরের একটি বেসরকারি নার্সিংহোম চিকিৎসা করে সেই জায়গায় তাকে ভর্তি করা হয় তাদেরকে বারবার অনুরোধ করার পরে নিউরো ডাক্তার দেখানোর জন্য তার ব্যবস্থা করার তারা কিছু করেনি আজকে যখন রোগীর অবস্থা খারাপ হতে থাকে তখন তারা বিধান নগরে একটি বেসরকারি হাসপাতালে পাঠায় সেখানে যাওয়ার পথেই সেই রোগীর মৃত্যু হয় সেখান থেকে তারা ফিরিয়ে নিয়ে আসে কামারহাটি ইএসআই হসপিটালএ আজ রাতে রোগীকে ফিরিয়ে এনে মৃতের পরিবারের লোকেরা বিক্ষোভে ফেটে পড়ে উত্তেজনা এরপরে কামারহাটি থানা পুলিশ আসে তাদের তৎপরতায় তাদের উদ্যোগে রুগীর পরিবারকে আয়ত্তে আনে রোগীর পরিবারের একটাই অভিযোগ ই এস আই হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা সঠিক না থাকায় তাদের পরিবারের লোকের মৃত্যু হয়। শ্রমিকরা আগে পয়সা দেয় তারপরে ই এস আই চিকিৎসা শুরু করে কিন্তু শ্রমিকরা পয়সা দিয়েও সঠিকভাবে চিকিৎসা পায় না এই নিয়েই হাসপাতালে বিক্ষোভে ফেটে পড়ে মৃতের পরিবারের লোকেরা।

Comments

Popular posts from this blog

মহিলা শিক্ষার্থীদের জন্য

দীর্ঘ প্রতীক্ষার পর সফলতা

'দরবারী পদাবলী'-তে গুরু-শিষ্য পরম্পরার অনবদ্য নজির কলকাতায়