সোনার ওজন করলে

বলরাম বোসঃ পুলিশ সূত্রে খবর গতকাল বেলঘড়িয়া থানার পেট্রোলিং টিম গোপন সূত্রে খবর পায় বেলঘরিয়ার সলপথ বাগান এলাকায় সোনা পাচার হচ্ছেসেই খবর পেয়েই সেখানে পৌঁছায় বেলঘড়িয়া থানার পুলিশ বেলঘড়িয়া থেকে উদ্ধার হল ১৮ টি সোনার বার উদ্ধার করে। এই ঘটনায় ভিন রাজ্যের বাসিন্দা সহ চার জনকে গ্রেপ্তার করেছে বেলঘড়িয়া থানার পুলিশ  

মহারাষ্ট্রের দুই বাসিন্দা নানাথ মাশাল, প্রবীণ ছাভান নামে দুজনকে গ্রেফতার করে, তাদের সঙ্গেই পার্শ্ববর্তী নদীয়া জেলার বাসিন্দা অজয় ঘোষ মঙ্গল হালদার নামে দুজনকে গ্রেফতার করে পুলিশ পরবর্তী সময় উদ্ধার হওয়া সোনার ওজন করলে দেখা যায় তার ওজন প্রায় আড়াই কেজি 

চারজনকেই  ১৪ দিনের পুলিশি হেফাজত এর ব্যারাকপুর আদালতে তোলা হবে কোথা থেকে এই বিপুল পরিমাণ সোনা নিয়ে আসা হচ্ছিল সোনা কোথায় নিয়ে যাওয়া হত এবং তা দিয়ে কি করা হতো সমস্ত কিছু জানার চেষ্টা করবে তদন্তকারী আধিকারিকেরা, এমনটাই ব্যারাকপুর কমিশনারেট সূত্রে খবর

Comments

Popular posts from this blog

মহিলা শিক্ষার্থীদের জন্য

দীর্ঘ প্রতীক্ষার পর সফলতা

'দরবারী পদাবলী'-তে গুরু-শিষ্য পরম্পরার অনবদ্য নজির কলকাতায়