ডেপুটি মেয়র অতীন ঘোষের উদ্যোগে

নিজস্ব প্রতিনিধিঃকলকাতাকাশীপুর - বেলগাছিয়া তৃণমূল কংগ্রেস বিধায়ক ও ডেপুটি মেয়র অতীন ঘোষের উদ্যোগে তিন দিন ব্যাপী ক্রিকেট টুর্নামেন্টের। নতুন প্রজন্মের ছেলে মেয়েদের মধ্যে খেলাগুলো উৎসাহ বিস্তার করতে আগামী ১৭,১৮ এবং ১৯ ফেব্রুয়ারি ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে বলে জানালেন ডেপুটি মেয়র তথা স্থানীয় বিধায়ক অতীন ঘোষ। বেলগাছিয়ার ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ অ্যানিমাল এন্ড ফিশিরী ক্যাম্পাসে এই ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। অনুধর্ব ১৯ রাত্রি টি টোয়েন্টি চ্যাম্পিয়নশিপে  এই বিধান সভা কেন্দ্রে 8টি স্থানীয় ক্লাব অংশগ্রহণ করেন বলে জানান ডেপুটি মেয়র অতীন ঘোষ। তিনি জানান যে এই প্রতিযোগিতামূলক টুর্নামেন্টের মাধ্যমে সমস্ত প্রতিভাবান খেলোয়াড় দের তুলে আনার চেষ্টা করা হবে বলে জানান তিনি। টুর্নামেন্ট শেষে বাংলার মহারাজ সৌরভ গঙ্গোপাধ্যায় এবং প্রাক্তন ভারতীয় মহিলা ক্রিকেট দলের ঝুলান গোস্বামী, সহ বিশিষ্ট ব্যাক্তিবর্গ উপস্তিত থাকবেন। উপস্তিত থাকবেন লোক সভায় তৃণমূলের দলনেতা এবং সাংসদ সুদীপ বন্দোপাধ্যায় সহ তৃণমূল সাংসদ রা। আন্ডার ১৯ এই টুর্নামেন্ট কে ঘিরে খেলোয়াড় দের মধ্যে উচ্ছাস ও উদ্দীপনা সৃষ্টি হয়েছে বলে জানান ডেপুটি মেয়র অতীন ঘোষ। এদিন কলকাতা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে তিনি এমএলএ কাপ নিয়ে বিস্তারিত ব্যাখ্যা দেন ডেপুটি মেয়র ও স্থানীয় বিধায়ক অতীন ঘোষ।

Comments

Popular posts from this blog

মহিলা শিক্ষার্থীদের জন্য

দীর্ঘ প্রতীক্ষার পর সফলতা

'দরবারী পদাবলী'-তে গুরু-শিষ্য পরম্পরার অনবদ্য নজির কলকাতায়