ঘরে ঢুকে

বল রামবোসঃ বরাহনগরে এক যুবকের রহস্য মৃত্যু। বরাহনগরে ইন্ডিয়ান স্ট্যাটিসটিক্যাল ইন্সটিটিউট (আইএসআই)-র ক্যান্টিন চালাতেন ওই যুবক। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, মৃত যুবকের নাম সুমন মাঝি। স্থানীয় সুভাষ পল্লি এলাকায় অটো চালক সুমন বিশ্বাস নামে এক যুবকের সঙ্গে ঘর ভাড়া নিয়ে থাকতেন তিনি। বৃহস্পতিবার সকালে ঘরে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখা যায় ওই যুবককে। ঘটনার পর থেকে বেপাত্তা অটো চালক যুবক। তার খোঁজ করছে বরাহনগর থানার পুলিশ।

প্রতিদিনই সকাল সাড়ে সাতটা নাগাদ কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বেরোতেন সুমন মাঝি নামে ওই যুবক। এদিন তাকে বাড়ি থেকে বের হতে না দেখে ডাকাডাকি শুরু করেন প্রতিবেশীরা তাতেও সারা না মেলায় খবর দেওয়া হয় পুলিশে। এরপরেই বরাহনগর থানার পুলিশ এসে ঘরে ঢুকে সুমন মাঝি নামে ওই যুবকের দেহ উদ্ধার করে। স্থানীয় বাসিন্দাদের দাবি ওই যুবকের সঙ্গে যে অটোচালক থাকতেন সকাল থেকে তার খোঁজ পাওয়া যাচ্ছে না। এমনকি বারংবার তার সঙ্গে ফোনে যোগাযোগ করা চেষ্টা করা হলেও তার ফোন আন রিচেবল বলছে। এর থেকেই সন্দেহ দানা বাজছে ওই যুবককে কি খুন করে ওই অটোচালক পালিয়ে গিয়েছেন কিনা। সমস্ত বিষয়টি খতিয়ে দেখছে বরাহনগর থানার পুলিশ। ইতিমধ্যেই ওই অটোচালকের খোঁজে তল্লাশি অভিযান শুরু করেছে বরাহনগর থানার পুলিশ। দেহ ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ।

Comments

Popular posts from this blog

মহিলা শিক্ষার্থীদের জন্য

দীর্ঘ প্রতীক্ষার পর সফলতা

'দরবারী পদাবলী'-তে গুরু-শিষ্য পরম্পরার অনবদ্য নজির কলকাতায়