বিক্ষোভ বসলো
নিজস্ব প্রতিনিধিঃকলকাতা,গান্ধী মূর্তি পাদদেশে আজ হাইকোর্টের রায় পরিপ্রেক্ষিতে অবস্থান-বিক্ষোভ বসলো আসল এস টি, চাকুরী প্রার্থীরা ৬৮৮ দিনের কর্মসূচি দিদিকে বল, তারই পরিপ্রেক্ষিতে চাকরির চেয়ে আবেদন করা চিঠি সম্মলিত খাম রেজিস্টার ডাকে পাঠানো হবে দিদির কাছে।
Comments
Post a Comment