পানিহাটি শাখার উদ্যোগে

বল রামবোসঃ এসএফআই ডি ওয়াইএফআই পানিহাটি এক নম্বর আঞ্চলিক কমিটির অন্তর্গত এসএফআই এক নম্বর শাখা এবং ডি ওয়াই এফ আই 13 নম্বর ওয়ার্ড শাখার যৌথ উদ্যোগে সোদপুর সরকারি আবাসনের ভিতরে সুভাষ চক্রবর্তী ভবনে স্বেচ্ছায় রক্তদান শিবির এই রক্তদান শিবিরে রক্ত সংগ্রহ করতে আসে মেডিসিন অফ সাগর দত্ত মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের ব্লাড ব্যাংকের কর্মীরা ৬০ জন রক্তদাতা তাদের মূল্যবান রক্ত স্বেচ্ছায় দান করেন এবং পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ পানিহাটি শাখার উদ্যোগে স্বেচ্ছায় মরণত্ত দেহ দান এবং চক্ষুদান শিবির সহ স্বাস্থ্য পরীক্ষা শিবির সংগঠিত হয় এখানে ১৫ জন মানুষ তারা মরণোত্তর দেওদান এবং চক্ষুদানে অঙ্গীকার করেন এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন বিভিন্ন সময়ে দক্ষিণ ২৪ পরগনার ঊষা দাস যাকে আগুনে পুড়িয়ে মারা হয়েছিল তার দুই পুত্র দেবুদাস এবং দীপঙ্কর দাস পানিহাটি বামফ্রন্টের আহবায়ক দুলাল চক্রবর্তী সিপিআইএম উত্তর ২৪ পরগনা জেলা কমিটির অন্যতম সদস্য অনির্বাণ ভট্টাচার্য ছাত্র যুব নেতৃত্ব রজত পাল অঙ্কিতা দত্ত চৌধুরী ও সায়ন চক্রবর্তী এই রক্তদান শিবিরে উপস্থিত হন এই রক্তদান শিবিরে ছাত্র যুব মহিলা এবং সিপিএমের কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতন এবং সরকারি আবাসন অঞ্চলে এই রক্তদান শিবির কে কেন্দ্র করে একটি উৎসাহ ও উদ্দীপনা চোখে পড়ার মতন ছিল।

Comments

Popular posts from this blog

মহিলা শিক্ষার্থীদের জন্য

দীর্ঘ প্রতীক্ষার পর সফলতা

'দরবারী পদাবলী'-তে গুরু-শিষ্য পরম্পরার অনবদ্য নজির কলকাতায়