এবার দুয়ারে ডাক্তার
সুশোভন মিস্ত্রী, মুখ্যমন্ত্রীর নির্দেশ সুন্দরবনের প্রত্যন্ত দীপাঞ্চল গুলিতে সাধারণ মানুষের চিকিৎসা পরিষেবা প্রদানের লক্ষ্যে দুয়ারে ডাক্তার কর্মসূচি অনুষ্ঠানে কলকাতা ন্যাশনাল মেডিকেল কলেজের ৩০ জন বিশেষজ্ঞ ডাক্তার নিয়ে গোসাবা ব্লকের প্রত্যন্ত অঞ্চলে দুয়ারে ডাক্তার প্রকল্পের উদ্বোধন করলেন ক্যানিং মহকুমা শাসক।
পঞ্চায়েত নির্বাচনের আগে ভোট নেওয়ার নতুন স্ট্যাটেজি বলে দাবি করছে বিরোধীরা। তবে এলাকার সাধারণ মানুষ জানাচ্ছেন এই প্রকল্পের কথা তারা আগে জানতেন না এবং এলাকায় তা প্রচার করা হয়নি। তবে এই ঘটনাকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি মহকুমা শাসকের। তিনি বলেন আজকের শিবরাত্রি হওয়ার কারণেই সাধারণ মানুষের সংখ্যা অনেকটাই কম।
Comments
Post a Comment