পুস্তক ও লিটিল ম্যাগাজিন মেলার শুভ সূচনা
বলরাম বোসঃ ষষ্ঠ বর্ষ পানিহাটি পুস্তক ও লিটিল ম্যাগাজিন শুভ সূচনা হলো ১৬ ফেব্রুয়ারি ২০২৩, বৃহস্পতিবার সন্ধ্যায়। ষষ্ঠ বর্ষ পানিহাটি পুস্তক ও লিটিল ম্যাগাজিন মেলার শুভ সূচনা করেন প্রখ্যাত কবি প্রতুল বন্দ্যোপাধ্যায় শিক্ষাবিদ বুদ্ধিমান ব্যানার্জি প্রাবিতিক অনিল আচার্য এছাড়াও এদিনের উদ্বোধনী অনুষ্ঠান মঞ্চে হাজির ছিলেন,
গণপ্রজাতান্ত্রিক চীনের কনসাল জেনারেল মিস্টার চা লীয়ৌ প্রমূখ বিশিষ্ট জনেরা। পুস্তক ও লিটিল ম্যাগাজিন মেলায় ৩৬ টি বই প্রকাশনী সংস্থা তাদের পসরা সাজিয়েছেন। পানিহাটি পুস্তক ও লিটিল ম্যাগাজিন মেলা চলবে আগামী ২১ শে ফেব্রুয়ারি পর্যন্ত। প্রতিদিনই থাকছে নানা মনোজ্ঞ অনুষ্ঠান স্বাস্থ্য পরীক্ষা শিবির সহ সংগীত নৃত্য আবৃত্তি বসে আঁকো প্রতিযোগিতা।
Comments
Post a Comment