ঘটনার তদন্তে নামে নাগেরবাজার থানার পুলিশ
নিজস্ব প্রতিনিধিঃকলকাতা, পুলিশ সূত্রে জানা গিয়েছে গত বছরের ২২ সেপ্টেম্বর ২০২২ দমদম সেন্ট মেরিজ এর সামনে থেকে একটি হোন্ডা বাইক চুরি হয়। ওই মাসের ২৫ তারিখ বাইকের মালিক নাগেরবাজার থানায় বাইক চুরি সংক্রান্ত অভিযোগ জানায়। এরপরে এই ঘটনার তদন্তে নামে নাগেরবাজার থানার পুলিশ। সূত্র মারফত খোজ খবর পেয়ে পুলিশ শেখ মুফাসসিলকে ওই চুরির বাইকসহ গ্রেফতার করে। পুলিশ সূত্রে জানা গিয়েছে চুরি করার পর বাইকের নম্বর প্লেট বদলে দিত ওই অভিযুক্ত এরপর সেই বাইক বিক্রি করে দিত। কিন্তু শেষ চুরির বাইক বিক্রি করার আগেই ধরা পড়ে যায় সে।
অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পেরেছে এই বাইক চুরির সঙ্গে আরও বেশ কয়েকজন জড়িত রয়েছে। তাদের খোঁজ পেতেই আজ ধৃতকে আদালতের সাত দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে পাঠানো হয়। পুলিশ ধৃতকে নিজের হেফাজতে নিয়ে এই চক্রের সঙ্গে জড়িত আরো বাকিদের খোঁজ পেতে চাইছে।
Comments
Post a Comment