বর্তমান পরিস্থিতি ও পরিকাঠামো খতিয়ে দেখতে এক কেন্দ্রীয় প্রতিনিধি দল
নিজস্ব প্রতিনিধিঃকলকাতা, বিভিন্ন সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত বিদ্যালয়গুলিতে ছাত্র ছাত্রীদের পুষ্টির জন্য মিড ডে মিলের বর্তমান পরিস্থিতি ও পরিকাঠামো খতিয়ে দেখতে এক কেন্দ্রীয় প্রতিনিধি রাজ্যে। উত্তরাখন্ডের একটি বিশ্ববিদ্যালয়ের খাদ্য ও পুষ্টি বিভাগের বিভাগীয় প্রধানের নেতৃত্বে যৌথ পরিদর্শনের জন্য গঠিত বারো সদস্যর এই দলে রাজ্য সরকারের দুই জন প্রতিনিধি থাকবেন। কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের তরফে ইতিমধ্যেই রাজ্য সরকারকে চিঠি দিয়ে । প্রতিনিধি দলটি যাওয়ার বিষয়ে নিশ্চিত করা হয়েছে বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে। দলে পি এম পোষন প্রকল্পের অধিকর্তা জি বিজয়া ভাস্কর নিজে থাকবেন। কলকাতায় পৌছনোর পরে সদস্যরা কয়েকটি দলে বিভক্ত হয়ে উত্তর ও দক্ষিনবঙ্গের বিভিন্ন জেলায় গিয়ে পরিস্থিতি পর্যালোচনা করবেন। পরে দিল্লি ফিরে গিয়ে তারা মন্ত্রকে রিপোর্ট জমা দেবেন। উল্লেখ্য এর আগে ২০১৩-১৪ সালে শেষবার এই ধরনের যৌথ পর্যালোচনা হয়েছিল।
Comments
Post a Comment