শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার
নিজস্ব প্রতিনিধিঃ, শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার চন্দ্রনাথ শীর্ষে পদার্পণের ১৬৩তম বর্ষপূর্তি উদযাপন কল্পে করনীয় বিষয় নিয়ে আজ ১০ ফেব্রুয়ারি ২০২৩ শুক্রবার সকাল ৮ টায় সীতাকুন্ডের চন্দ্রনাথ পাহাড়ের পাদদেশে অবস্থিত আন্তর্জাতিক শংকর মঠ ও মিশনের ব্যবস্থাপকের সাথে প্রাসঙ্গিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। যেমন -
(ক). দেশী ও বিদেশী তীর্থযাত্রী ও আমন্ত্রিত অতিথিবৃন্দের থাকা ও প্রসাদ পাওয়ার ব্যবস্থা; (খ). শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার চন্দ্রনাথ শীর্ষে পদার্পণ বিষয়ক আলোচনা সভার স্থান নির্ধারণ; (গ). চন্দ্রনাথ শীর্ষে তীর্থযাত্রা, পূজার্চনা এবং উদ্বোধনী অনুষ্ঠান করা; (ঘ). তীর্থযাত্রীদের দুপুরে প্রসাদের ব্যবস্থাকরণ ইত্যাদি।
উল্লেখ্য, আগামী ২৪ শে মার্চ ২০২৩ শুক্রবার দিনব্যাপী, ইসলোকের উদ্যোগে চন্দ্রনাথ শীর্ষে বাবার শুভ পদার্পণের ১৬৩তম বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে চন্দ্রনাথে পবিত্র তীর্থযাত্রা এবং আলোচনা সভা অনুষ্ঠিত হবে।।
Comments
Post a Comment