Posts

Showing posts from February, 2023

স্বামী প্রভুপাদ জন্মগ্রহন করেছিলেন কলকাতার সুবর্ন বনিক পরিবারে।

Image
সুপ্রকাশচক্রবর্তীঃ  গৌড়ীয় বৈষ্ণব ধর্মগুরু এবং ইসকন বা হরেকৃষ্ণ আন্দোলনের  প্রতিষ্ঠাতা-আচার্য অভয়চরণ দে  ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ জন্মগ্রহন করেছিলেন কলকাতার সুবর্ন বনিক পরিবারে।  সেই সময়ে ম্যাট্রিক পাস করে ১৯১৬ সালে  উত্তর কলকাতার স্কটিস চার্চ কলেজে ভর্তী হন। সেখান থেকেই ১৯১৮ তে ইন্টার মিডিয়েট ও ১৯২০ সালে গ্র‍্যাজুয়েশান শেষ করেন। এমনকি গান্ধীজীর অহিংশ আন্দলনে যোগ দিয়ে ইংরেজ সরকারের বিরুধ্যে প্রতিবাদ জানাতে তিনি গ্রেজুয়েশান সার্টিফিকেট পরিত্যাগ করেন বলে জানা যায়। মনে করা হয় পরবর্তীকালে গৌড়ীয় বৈষ্ণব মতবাদকে  সমগ্র বিশ্বে ছড়িয়ে দেওয়ার তার লক্ষ অনেকটাই তৈরি হয়েছিল এই কলেজ জীবন থেকে।  প্রভুপাদের সেই কলেজ জীবনের স্মৃতিকে বাঁচিয়ে রাখতে এবার  স্কটিস চার্চ কলেজে চালু হল    'এ সি ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ মেমোরিয়াল অ্যাওয়ার্ড'। যেটি বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে মেধাবী ছাত্রকে এবং একজন ফ্যাকাল্টি সদস্যকে দেওয়া হবে। স্কটিশ চার্চ কলেজের অধ্যক্ষ ডঃ মধুমঞ্জরী মন্ডল বলেন, ১৮৩০ সালে প্রতিষ্ঠিত একটি খ্রিস্টান সংখালঘু এই কলেজের লক্ষ্য এবং দৃষ্...

সংবাদমাধ্যমের ওপর চলতে থাকা নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ

Image
নিজস্ব প্রতিনিধিঃ  কলকাতা, ২২ ফেব্রুয়ারি ২০২৩: বিবিসির দিল্লি ও মুম্বাই অফিসে মোদি সরকারের হানা এবং কেন্দ্রীয় সরকার বিরোধী নানা সংবাদমাধ্যমের ওপর চলতে থাকা নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে কলকাতার ধর্মতলায় লেনিন মূর্তির সামনে একটি জনসভা আয়োজিত হয়েছিল বুধবার বিকেলে। হকার সংগ্রাম কমিটি, এআইপিএফ, এপিডিআর, এপিসিআর, এফওডি, বন্দিমুক্তি কমিটি ও স্বরাজ ইন্ডিয়ার পক্ষ থেকে আয়োজিত এই জনসভায় প্রায় ৫০ জন সচেতন নাগরিক উপস্থিত ছিলেন।   এই সমাবেশে স্বরাজ ইন্ডিয়ার রাজ্য সভাপতি সঞ্জীব মুখোপাধ্যায় বলেন, “মোদি সরকারের বিরুদ্ধে তথ্যচিত্র নির্মাণ করেছিল বিবিসি। তাই বিবিসির বিরুদ্ধে বিজেপি এখন সোচ্চার।” এপিডিআর-এর তরফ থেকে বক্তব্য রাখেন গোপালচন্দ্র দেব। তিনি বলেন, “ভারতকে হিন্দি-হিন্দু-হিন্দুস্তান হিসেবে প্রতিষ্ঠিত করতে চাইছে বিজেপি।  তার বিরুদ্ধে গণ-সংগঠনগুলিকে সোচ্চার হতে হবে।” এপিসিআর-এর ইমতিয়াজ আলি বলেন, “মোদি ভোটের তথ্য থেকে শুরু করে বিভিন্ন তথ্য বিদেশে পাঠাচ্ছেন।”  স্বরাজ ইন্ডিয়া পশ্চিমবঙ্গের সহ-সভাপতি আয়েশা খাতুন রবীন্দ্রনাথের উদ্ধৃতি দেন, “ওদের বাঁধন যতই শক্ত হবে ততই বাঁধন...

নদীর জল স্থানীয় বাসিন্দারা কোনোভাবেই ব্যবহার করতে পারেন না।

Image
নিজস্ব প্রতিনিধিঃ ,  হুগলি,২৬ ফেব্রুয়ারি ২০২৩: রবিবার জয় কিষাণ আন্দোলনের হুগলি জেলা ইউনিটের উদ্যোগে ধনেখালি ব্লকের ভোতর গ্রামে নদী দূষণের ফলে ক্ষতিগ্রস্ত কৃষকদের একটি প্রতিবাদ সভা অনুষ্ঠিত হল। জনসভায় বক্তব্য রাখেন জয় কিষাণ আন্দোলনের সর্বভারতীয় সভাপতি অভীক সাহা, হুগলি জেলা সভাপতি সুশান্ত কাঁড়ি, স্বরাজ ইন্ডিয়ার জাতীয় পরিষদের সদস্য ভোলা যাদব, রাজ্য সম্পাদক রাম বচ্চন, রাজ্য কোষাধ্যক্ষ ডাঃ রত্না পাল এবং অন্যান্য নেতৃবর্গ। ধনেখালি ব্লকে নদী দূষণের ফলে ওই অঞ্চলের চার-পাঁচটি গ্রাম বিপন্ন। নদীর জল স্থানীয় বাসিন্দারা কোনোভাবেই ব্যবহার করতে পারেন না।  দূষণের মূল কারণ হল সর্বমঙ্গলা গ্রামের একটি গেঞ্জি কারখানা। এই কারখানা থেকে অ্যাসিডযুক্ত জল নদীতে পড়ে। কারখানার মালিক পরিশোধন না করে বিষাক্ত জল রাতের অন্ধকারে নদীতে ছেড়ে দেন। এছাড়াও পড়াঙ্কুশ, বাসন্তী ও জয়গুরু – এই তিনটি রাইস মিলের জল থেকে দূষণ ছড়ায়। নদী দূষণের ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে চাষের জমি। এখানে শীতকালীন ফসল যদিও বা চাষ করা সম্ভব হয়, অন্যান্য ফসল একদমই উৎপাদন করা যায় না। দূষণ রুখতে এলাকার গ্রামবাসীরা লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছেন কি...

শ্রী শ্রী নাবদ্বীপ মন্ডল পরিক্রমা দিয়ে শুরু হল মায়াপুর ইসকনের আন্তর্জাতিক দোলযাত্রা উৎসব ২০২৩

Image
নিজস্ব প্রতিনিধিঃ , ইসকনের প্রধান কেন্দ্র শ্রীধাম মায়াপুরে শ্রীচৈতন্য মহাপ্রভুর ৫৩৭তম ( ২০২৩ খ্রীষ্টাব্দ ) আবির্ভাব উপলক্ষে ৭ই ফেব্রুয়ারি থেকে ৯ই মার্চ তথা এক মাস ব্যাপী বিভিন্ন অনুষ্ঠানে আয়োজন করা হয়েছিল । তার মধ্যে বিশেষ উল্লেখযোগ্য হলো নবদ্বীপ মন্ডল পরিক্রমা । যার শুভ সূচনা হলো ২৩ শে ফেব্রুয়ারি । যা চলবে এক সপ্তাহ ধরে । শুভ আবির্ভাব ইসকনের প্রধান কেন্দ্র শ্রীরাম মায়াপুর শ্রীচৈতন্য মহাপ্রভু ৫৩৭ তম । শুভ আবির্ভাব তিথি মহোৎসবকে কেন্দ্র করে এক মাস ব্যাপী অনুষ্ঠান চলছে । নবদ্বীপ মন্ডল পরিক্রমা । এই সাত দিনে মোট ৭২ কিলোমিটার পথ পরিক্রমা করবে এই পরিক্রমা মন্ডলী । বিশ্ব শান্তি যজ্ঞ , নৌকা বিহার , বিভিন্ন ভাষায় ভগবত পাঠ , সেমিনার , ভজন - কীর্তন সহ বিভিন্ন অনুষ্ঠান চলবে এই এক মাসের উৎসবে ।   ইসকন মায়াপুরের জনসংযোগ আধিকারিক রসিক গৌরাঙ্গ দাস বলেন ,   ১০০ টি দেশে প্রায় ৫০০০ বিদেশী ভক্ত সহ প্রায় ১৫০০ হাজার ভক্তবৃন্দ নিয়ে মোট সাতটি দলে বিভক্ত হয়ে শুরু হল এই ...