গ্রেফতার করল ময়দান থানা।
নিজস্ব প্রতিনিধিঃকলকাতা, ময়দান থানা এলাকায় রেড রোডে দ্রুতগামী স্যান্ট্রো গাড়ির ধাক্কায় উল্টে গেল সম্বলপুর মধ্যপ্রদেশের পর্যটক দের নিয়ে জয় রাইডে বেরনো ঘোড়ার গাড়ি। চার জন ছিল। তার মধ্যে শিশু সহ আহত দুই। গাড়ির চালক গ্রেফতার। গ্রেফতার করল ময়দান থানা। চালকের নাম সৌরভ দত্ত। পেশায় আইনজীবী।
Comments
Post a Comment