রুমে থাকা এক ব্যাক্তি ঝুলন্ত অবস্থায় রয়েছে।

নিজস্ব প্রতিনিধিঃকলকাতাশিলিগুড়ি পৌরনিগমের ১২নম্বর ওয়ার্ডের হাকিমপাড়ার রাজা রামমোহন রায় রোডের ঘটনা। উওরণ হোটেলের নামে রুম থেকে ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়ালো বুধবার রাতে। হোটেল কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, বুধবার রাত ৭টা নাগাদ ঐ হোটেলের এক কর্মী খাবার দিতে গেলে দেখতে পান রুমে থাকা এক ব্যাক্তি ঝুলন্ত অবস্থায় রয়েছে। সেই সময় সেই কর্মচারী চিৎকার চেঁচামেচি করলে হোটেলের অন‍্যান‍্য কর্মী ও লোক জন ঝুটে আসে। এর পর খবর দেওয়া হয় শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের  শিলিগুড়ি থানার অন্তর্গত পানিটাংকি আউট পোস্টর পুলিশ কে। খবর পেয়ে ছুটে আসে পানিটাংকি আউট পোস্টর পুলিশ। পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে শিলিগুড়ি জেলা হাসপাতালে পাঠায়। আজ মৃতদেহ ময়নাতদন্তের জন্য উত্তর বঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়। পুলিশ সুত্রে জানা যায়,মৃত ব্যক্তির নাম প্রদীপ কুমার রায়,বয়স আনুমানিক ৫৪বছর, সে  মালদার বাসিন্দা বলে জানা গিয়েছে। কাজের সূত্রে মাঝে মাঝে তিনি  শিলিগুড়িতে আসতেন। প্রদীপ কুমার রায় নামে এই ব্যক্তি এর আগেও এই হোটেলে রাত্রি বাস করেছেন বলে হোটেল কর্তৃপক্ষ জানিয়েছে। তিনি বেশ কিছু  দিন ধরে শিলিগুড়িতে এই হোটেলেই ছিলেন। তবে কি কারণে এই দূর্ঘটনা তিনি  ঘটালেন তা নিয়েই রহস্য দানা বেঁধেছে। এদিকে শিলিগুড়ির পানিটাংকি আউট পোস্টর পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে।

Comments

Popular posts from this blog

মহিলা শিক্ষার্থীদের জন্য

দীর্ঘ প্রতীক্ষার পর সফলতা

'দরবারী পদাবলী'-তে গুরু-শিষ্য পরম্পরার অনবদ্য নজির কলকাতায়