বাড়িতে বিস্ফোরণ মৃত বাড়ির মালিক ।
নিজস্ব প্রতিনিধিঃকলকাতা, মঙ্গলবার রাতে হঠাৎই বিকট শব্দ কেঁপে ওঠে বরানগর পৌরসভার ১৬নং ওয়ার্ডের টি এন চ্যাটার্জী স্ট্রিট । হঠাৎই বিস্ফোরোক শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা । সঙ্গে সঙ্গে রাস্তায় বেরিয়ে পড়ে এলাকাবাসী । প্রত্যক্ষদর্শী দাবি, তারা বাইরে বেরিয়ে দেখে ৩৪ নম্বর টি এন চ্যাটার্জী স্ট্রিটের বাড়িটির একটি অংশ পুরোপুরি ভেঙে পড়েছে । বাড়িতে সেই সময় ছিলেন সুমিত্রা মাইতি নামে এক ৫৫ বছর বয়সী মহিলা । খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায় বরাহনগর থানার পুলিশ ও দমকলের একটি ইঞ্জিন । পুলিশ সূত্রে খবর, পুরনো বাড়ি সেটি ভেঙে পড়ায় বিকট শব্দ হয় । যার দরুন এলাকাবাসীর মনে হয়েছে বিস্ফোরণের শব্দ হয়েছে। বাড়ির ভাঙ্গা অংশ থেকে উদ্ধার হল বাড়ির মালিক সুমিত্রা মাইতির (৫৫) মৃতদেহ । তিনি একাই থাকতেন ওই অংশে । তার মেয়ের বিয়ে হয়ে গেছে । মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে বরানগর থানার পুলিস । ডিজাস্টার ম্যানেজমেন্ট, পুলিস এবং দমকল ধ্বংসস্তূপ থেকে বাড়ির মালিক ওই মহিলার মৃতদেহ উদ্ধার করে । এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
Comments
Post a Comment