ভোর রাতে আগুন লাগে


নিজস্ব প্রতিনিধিঃকলকাতাভয়াবহ আগুন দক্ষিণ চব্বিশ পরগনা জেলার গঙ্গাসাগরে। আচমকা ভোর রাতে আগুন লাগে, একাধিক দোকানে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ 24 পরগনা জেলার গঙ্গাসাগরের বামন খালি বাজারে । ভয়াবহ আগুন গঙ্গাসাগরে ঘটনাস্থলে সাগর থানার বিশাল পুলিশ বাহিনী। সূত্রে জানা যায়, আচমকার ভোররাতে বামন খালি বাজারের একটি চায়ের দোকানে প্রথমে আগুন লাগে। এরপর ধীরে ধীরে সেই আগুন ছড়িয়ে পড়ে পাশের দোকানে। এলাকাবাসীদের অনুমান চায়ের দোকানে থাকা গ্যাস সিলিন্ডার ফেটে আগুন ছড়িয়ে যায়। খবর দেয়া হয় সাগর থানায় ঘটনাস্থলে আসে সাগর থানার বিশাল পুলিশ বাহিনী ও দমকলের দুটি ইঞ্জিন ঘন্টা কয়েকের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসা হয় পরে ঘটনাস্থলে আছে সুন্দরবন উন্নয়নমন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা দোকানদারদের পাশে থাকার আশ্বস্ত করেন।

Comments

Popular posts from this blog

মহিলা শিক্ষার্থীদের জন্য

দীর্ঘ প্রতীক্ষার পর সফলতা

'দরবারী পদাবলী'-তে গুরু-শিষ্য পরম্পরার অনবদ্য নজির কলকাতায়