গঙ্গাসাগর নিয়ে নবান্নে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী
নিজস্ব প্রতিনিধিঃকলকাতা, গঙ্গাসাগর বৈঠক। ৮ থেকে
১৭ জানুয়ারি।
১৪ জানুয়ারি
থেকে ১৫
জানুয়ারি পূণ্যস্নান।
কোভিডের সময়ও
মানুষ এসেছেন। ২২৫০
সরকারি বাস।৫০০ বেসরকারি বাস।
ট্রেন বাড়ানোর
আবেদন। সব
পরিবহনে জিপিএস। সিঙ্গল
টিকিট। প্রতি বাসে সাগরবন্ধু।
১১৫০ সিসিটিভি।
২১০০ সিভিল
ডিফেন্স।২৫টা দমকল। ভারতসেবাশ্রম
সহ ৬০০
ভলেন্টিয়ার। পরিস্কারের জন্য
৩০০০ ভলেন্টিয়ার।
হাসপাতালে ৩০০
শয্যা।
গ্রিন করিডরের
সুবিধা। অরূপ, মণীশ, শোভনের
দায়িত্ব। পুলিশের উচ্চপদস্থ কর্তারা
ওখানে থাকবে। রাজীব
কুমার থাকবে।
ডিজি থাকবে।
যে কোনো
ঘটনার সত্বর
খবর দিতে
হবে।
হাসপাতালগুলোকে তৈরি
রাখতে হবে।
কোচ বাড়ানোর
প্রয়োজন নেই
৫০টি বেশি
ট্রেন দেওয়ার
অনুরোধ।
রেল ১৫টা
বাড়ানোর কথা
বলেছে। সময়সীমা কমানোর অনুরোধ।
আর্মি তৈরি
থাকবে। কোস্ট গার্ড ৭
তারিখ থেকে
সমুদ্রে পাহারা
দেবে। চান করার সময়
হাই লো
টাইপের কথাটা
মাথায় রাখতে
হবে। ঘাটে আলো বাড়ানোর
নির্দেশ। ঘোষণায় জোর দেওয়ার
নির্দেশ। এবারে ৩০ লক্ষের
বেশি জনসমাগম
হতে পারে
বলে আশা
প্রকাশ মুখ্যমন্ত্রীর।
আইএনএস সুভাষে
প্রধানমন্ত্রীর অনুষ্ঠান।
৩০ তারিখ
রাজ্যে প্রধানমন্ত্রীর
অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী
যাবেন বলে
নিশ্চয়তা। ট্রাফিক ব্যবস্থা কড়া
করার নির্দেশ।
দমকলের বাইক
বাহিনী রাখার
নির্দেশ।
উইনার্স টিমকে
কাজে লাগানোর
প্রস্তাব। তাঁবুতে রান্না করায়
নিষেধাজ্ঞা। বিশৃংখলা রুখতে নজরদারি
বাড়ানোর নির্দেশ।
প্রস্তুতি দেখতে
একদিনের জন্য
সাগরে যাবেন
মুখ্যমন্ত্রী। ১২
তারিখ ভারত
শ্রীলঙ্কা ক্রিকেট
ম্যাচ মাথায়
রেখে পার্কিংয়ে
বদল। মেলার পুরোটাই ডিজিটাল
করা হবে।
১২, ১৩
১৪ সাগর
আরতী হবে।
বাংলার বিখ্যাত
মন্দিরের আদলে
মণ্ডপ। মানুষ গঙ্গাসাগরে আসেন
প্রশাসনের ওপর
ভরসা করে।
চায়নায় কোভিডের
বারবাড়ন্ত নিয়ে
উদ্বেগ। মেলা নিয়ে নবান্নে
কন্ট্রোলরুম।
Comments
Post a Comment