চাকরি দেওয়ার নাম করে কোটি টাকা প্রতা

 নিজস্বপ্রতিনিধিঃকলকাতা, দেশ এবং বিদেশের বিমানবন্দরে চাকরি দেওয়ার নাম করে কোটি টাকা প্রতারণা। বিভিন্ন বেসরকারি বিমান সংস্থার জাল নথি তৈরি করে চলতো প্রতারণা চক্র। আন্ত রাজ্য প্রতারণা চক্রের পর্দা ফাঁস। ব্লু এভিয়েশন নামের সংস্থার দুই কর্ণধার সহ ১৪ জনকে গ্রেফতার করলো বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ। উদ্ধার একাধিক ইলেকট্রনিক্স গ্যাজেট ও বেসরকারি বিমান সংস্থার জাল নথি। 

পুলিশ সূত্রে খবর, মুর্শিদাবাদের বাসিন্দা হাকিম শেখ ১৯ ডিসেম্বর বিধাননগর সাইবার ক্রাইম থানায় অভিযোগ করেন যে তিনি চাকরির জন্যে আপনা জব পোর্টালে নিজের বায়োডেটা আপলোড করে। সেখান থেকে খোজ পেয়ে ব্লু এভিয়েশন নামের একটি সংস্থা তার সঙ্গে যোগাযোগ করে। ওই সংস্থার পক্ষ থেকে তাকে জানানো হয় তাকে বিমানবন্দরে চাকরি দেওয়া হবে তার পরিবর্তে তাকে সেই সংস্থার ট্রেনিং কোর্স করতে হবে। সেই ট্রেনিং বাবদ ওই অভিযোগকারীর থেকে প্রাথমিক ভাবে ১০ হাজার টাকা নেয় ওই সংস্থা। ট্রেনিং শেষে অভিযোগকারীকে প্লেসমেন্ট বাবদ আরও ৫০ হাজার টাকা জমা দিতে বলে ওই সংস্থা। সেই ব্যক্তি ৫০ হাজার টাকা জমা দিলে তাকে ব্যাঙ্গালোর বিমানবন্দরে কার্গোতে চাকরির অফার লেটার দেওয়া হয়। সেই ব্যক্তি ব্যাঙ্গালোরে গিয়ে জানতে পারে ওই চাকরি ভুয়ো চাকরি। পুনরায় সে কলকাতা ফিরে এসে ওই সংস্থার সঙ্গে যোগাযোগ করলে সংস্থার পক্ষ থেকে তাকে পুনরায় জানানো হয় কলকাতার একটি বেসরকারি বিমান সংস্থায় তাকে চাকরি দেওয়া হবে। সেই মর্মে তাকে ওই বেসরকারি বিমান সংস্থার নামে (Air India) একটি অফার লেটার দেওয়া হয়। তার পরিবর্তে তার থেকে নগদে আরও ৫০ হাজার টাকা সল্টলেকের একটি হোটেলের সামনে থেকে নেয় ওই সংস্থার এক কর্মী। অভিযোগকারী সেই বিমান সংস্থার অফিসে যোগাযোগ করলে জানতে পারে ওই বিমান সংস্থার নথি জাল করে ভুয়ো অফার লেটার তৈরি করেছে ওই সংস্থা। এরপরই লক্ষাধিক টাকা প্রতারিত হয়েছে বুঝতে পেরে বিধাননগর সাইবার ক্রাইম থানার দ্বারস্থ হয় ওই ব্যক্তি। 

ঘটনার তদন্ত শুরু করে পুলিশ জানতে পারে ব্লু এভিয়েশন নামের একটি সংস্থা চালু করে বিভিন্ন চাকরীর অপেক্ষায় থাকা ব্যক্তিকে টার্গেট বানাতো এই সংস্থা। এরপরই তাদের দেশের এবং বিদেশের বিমানবন্দরে চাকরির প্রতিশ্রুতি দিয়ে লক্ষাধিক টাকা প্রতারণা করতো। পুলিশ সূত্রে খবর, কলকাতার চিনার পার্ক, কাকুরগাছি, পার্ক স্ট্রিট সহ দুর্গাপুর, দিল্লি, মুম্বাই, হরিয়ানা সহ একাধিক রাজ্যে এই প্রতারণা চক্র জাল বিস্তার করে রেখেছে। এই সংস্থার পক্ষ থেকে একাধিক বেসরকারি বিমান সংস্থার জাল নথি তৈরি করে সাধারণ মানুষদের প্রতারণার ফাঁদে ফেলার কৌশল সাজিয়েছিল এই সংস্থা বলে পুলিশ সূত্রে খবর। অবশেষে গতকাল রাতে ওই সংস্থার অফিসে হানা দেয় বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ।

Comments

Popular posts from this blog

মহিলা শিক্ষার্থীদের জন্য

দীর্ঘ প্রতীক্ষার পর সফলতা

'দরবারী পদাবলী'-তে গুরু-শিষ্য পরম্পরার অনবদ্য নজির কলকাতায়