একক ছায়াচিত্র প্রদর্শনী হয়ে গেলো

 

নিজস্ব প্রতিনিধিঃ কলকাতা, (২৭ সেপ্টেম্বর '২০২২) জাদুকর পি সি সরকার (জুনিয়র), জয়শ্রী সরকার, মানেকা সরকার, মৌবনী সরকার, মমতাজ সরকার, পাঞ্চালী মুন্সি,  অভিনেত্রী সোনালী চৌধুরী -এর মতো বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতিতে আজ থেকে কোলকাতার 'একাডেমি অব ফাইন আর্টস'-এর সাউথ গ্যালারি (South Gallery, Academy of Fine Arts, Kolkata) তে শুরু হল আলোকচিত্রী অনুপম হালদার এর একক ছায়াচিত্র প্রদর্শনী (Solo Photographs Exhibition)

প্রদর্শনী কক্ষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দিতে গিয়ে অনুপম হালদার জানান, আমি বিভিন্ন জায়গায়, বিভিন্ন গ্রুপে চিত্র প্রদর্শনী করেছি। একসাথে পথ চলা আনন্দটা আলাদা। 

দর্শকরা চিত্র প্রদর্শনের  সেই ছবিটা নেবার জন্য। তারা  আমাকে অনুরোধ করছে বিভিন্ন জায়গা থেকে যেমন বাংলাদেশ দুবাই এবং অন্যান্য জায়গা থেকে। সেদিন থেকে আমি চিন্তা করলাম আমি একক চিত্র প্রদর্শন করবো। এই প্রথম একক চিত্র প্রদর্শনী করেছি।

"প্রকৃতি, নারী, ভ্রমণ ইত্যাদি বিষয়ের উপর ভিত্তি করে প্রদর্শনীর দুটো কক্ষে সর্বমোট ৭৫ টা আলোকচিত্র স্থান পেয়েছে।  

২৭/০৯/২০২২ থেকে ৩০/০৯/২০২২ তারিখ পর্যন্ত প্রতিদিন দুপুর ৩ টে থেকে রাত ৮ পর্যন্ত প্রদর্শনী চলেছিল " প্রসঙ্গত উল্লেখ্য, কিছু দিন আগে কোলকাতাতেই যৌথভাবে অনুপম হালদার আর একটা ছায়াচিত্র প্রদর্শনীতেও অংশগ্রহণ করেছিলেন।

উৎসবের ঠিক মুখে রাজ্যবাসী যখন দেবীবন্দনায় মত্ত, ঠিক তখন অনুপম হালদার শহরবাসীকে পুজোর উপহার স্বরূপ তুলে দিলেন 'ক্রিয়েটিভ ফটোগ্রাফি একজিবিশন' (Creative Photography Exhibition) নামাঙ্কিত এক ছায়াচিত্র প্রদর্শনী। 

প্রদর্শনীর বেশ কিছু আলোকচিত্র নিঃসন্দেহে প্রশংসার দাবী রাখে, বিশেষ করে ছোটো বড়ো নারকেল গাছের সুসম ভারসাম্যতার দৃশ্য ভাবুক মানুষদের মনে নিঃসেন্দহে একটা নাড়া দেবে।

Comments

Popular posts from this blog

মহিলা শিক্ষার্থীদের জন্য

দীর্ঘ প্রতীক্ষার পর সফলতা

কলকাতা হাইকোটের নির্দেশ অনুযায়ী ....