এই বছর প্রথম শারদ সেরা শিরোপা ২০২২ নিয়ে.....
নিজস্ব প্রতিনিধিঃ কলকাতা, ফ্রেন্ডস মিডিয়া অ্যান্ড এন্টারটেইনমেন্ট প্রাইভেট লিমিটেড এবং ইনার আই উদ্যোগ নিল কলকাতা এবং পার্শ্ববর্তী অঞ্চলের সেরা পুজোকে পুরস্কৃত করার জন্য। এই বছর প্রথম শারদ সেরা শিরোপা ২০২২ নিয়ে আসলো।
২১/০৯/২০২২,বুধবার, কলকাতা প্রেস ক্লাবে শারদ সেরা শিরোপা ২০২২ এর পোস্টার উদ্বোধন করা হলো । সাংবাদিক সম্মেলন করা হয়। যেখানে উপস্থিত ছিলেন, সংগীত জগতের নামকরা ব্যক্তিত্ব মল্লার ঘোষ, প্রযোজক রাজিব গোলচা, বিভেলের অপারেশন হেড সুরজিৎ সরকার এবং ম্যানেজার চৈতালি দাস, লেখক এবং সমাজ কর্মী অনির্বাণ মিত্র, ইনার আই এর ম্যানেজিং ডিরেক্টর স্বস্তিকা রায়, ফ্রেন্ডস মিডিয়া অ্যান্ড এন্টারটেইনমেন্ট প্রাইভেট লিমিটেডের ডিরেক্টর জে এম নাথ এবং শুভজিৎ বোস, সাংস্কৃতিক ব্যক্তিত্ব কুনাল সাহা। আয়োজকদের তরফ থেকে জানা গেছে কলকাতা এবং পার্শ্ববর্তী প্রায় একশটা পূজো নিয়ে তারা এই প্রতিযোগিতা করছে। এই প্রতিযোগিতার কোন প্রবেশ মূল্য নেই।
এই ১০০ টা পূজো থেকে প্রাথমিক পর্যায়ে ত্রিশটি এবং সেখান থেকে দশটি সেরা পূজা প্যান্ডেল কে বেছে নেবে তারা। ব্যানারগুলি গুলি প্রদর্শিত হবে শহরের বিভিন্ন পূজা মন্ডপে। বিচারকদের বিচারে অংশগ্রহণকারী পূজা মন্ডপ থেকে সেরা ১০ টি পুজোকে বেছে নেওয়া হবে এবং যে দশটি বিষয় সেরা সেরা কে খোঁজা হবে সেগুলি হল (১) শ্রেষ্ঠ পুজো, (২) শ্রেষ্ঠ উপস্থাপনা, (৩) সেরা মণ্ডপ, (৪) সেরা প্রতিমা, (৫) নব উদ্ভাবন, (৬) সেরা পরিবেশবান্ধব পুজো, (৭) বাংলা সংস্কৃতি, (৮) নব দিগন্ত, (৯) সেরা ব্যবস্থাপনা (১০) সমাজ সচেতনতা। যেখানে পুরস্কৃত হবে সেরা সেরা পুজোগুলি। বিচারক মন্ডলীতে থাকবেন সমাজের বিভিন্ন স্তরের নামী মানুষ।
Comments
Post a Comment