কলকাতা হাইকোটের নির্দেশ অনুযায়ী ....

 


নিজস্ব প্রতিনিধিঃ কলকাতা, সারা পশ্চিমবঙ্গ জুড়ে ৩০/০৮/২০২২ সকল সরকারী কমকারী প্রভূত আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছে। সারা ভারতবর্ষের প্রায়ে সব রাজ্যে AICPI অনুযায়ী কমচারীদের DA প্রদান করা হয়।
কোন এক অদ্ভুত কারণে সরকারী কর্মচারীদের হাজারো, 
  পশ্চিমবঙ্গ সরকারী কর্মচারীদের হাজারো, নিবেদন ও দাবী সস্তেও পশ্চিমবঙ্গ রাজ্য সরকারী কর্মচারীদের  মহার্ঘ ভাতা থেকে বঞ্চিত করতে বদ্ধপরিকর। 
বর্তমান রাজ্য সরকার এই বিষয়ে বারবার আদালতে পযূদ্স্ত হয়েছে। মহামান আদালত রায় দিয়েছেন মহার্ঘ ভাতা বা Dearness Allowance কমরীদের ন্যায্য অধিকার। 
এতসত্বেও, রাজ্য সরকার তার কমচারীদের মহার্ঘ ভাতা দিতে রাজিনয়।

 পশ্চিমবঙ্গ জুড়ে বিভিন্ন সরকারী কর্মচারী সংগঠন মহার্ঘ ভাতার দাবীতে বিভিন্ন প্রকার বিক্ষোভ পদর্শন করছে। পশ্চিমবঙ্গ  জুড়ে দু ঘণ্টার জন্য কর্মবিরতির ডাক দেওয়া হয়েছিল,

নানা সরকারী কর্মচারী সংগঠনের উদ্যোগে


সিটি সেশনস কোট, কলকাতা'র কর্মচারীরা সকলেই এই বিক্ষোভ আন্দোলনকে সমন করেন। ৩০/০৮/২০২২ দিনটি কালো ব্যাজ ধারণ করে দিনের কাজ করেছে।

দিনের কাজের শেষে একটি শান্তিপূর্ণ  সমাবেশ  মিলি হয়ে এই কোটের সকল কর্মচারীরা, মহার্ঘ ভাতার না দেওয়ার সরকারী  সিদ্ধান্তের  বিপক্ষে নিজেদের দাবী পেশ করে এবং আশা প্রকাশ করে

মহামান্য কলকাতা হাইকোটের নির্দেশ অনুযায়ী যত শীঘ্র সম্ভব সকল কর্মচারীরকে মহার্ঘ ভাতা প্রদান করা হবে

এই সমাবেশ থেকে এই দাবীও করা হয় যাতে ৬ষ্ঠ বেতন কমিশনের মহার্ঘ  ভাতাও অবিলম্বে প্রদান করা হয়

 

Comments

Popular posts from this blog

মহিলা শিক্ষার্থীদের জন্য

দীর্ঘ প্রতীক্ষার পর সফলতা