'মডার্ন ফ্যাশনস' নামাঙ্কিত পোশাকের দোকান...
পরে দেবাশিস কুমার ও ব্রততী ব্যানার্জী-র সাথে অতিথি রূপে যোগদান করেন প্রাক্তন ফুটবল খেলোয়াড় তথা 'মোহনবাগান'-এর ঘরের ছেলে সুব্রত ভট্টাচার্য ও 'ভূমি ব্যাণ্ড' খ্যাত গায়ক সুরজিৎ চ্যাটার্জি, আর্মহাস্ট স্ট্রিট থানা-র ভারপ্রাপ্ত আধিকারিক পুলককুমার দত্ত ও বিশিষ্ট সমাজসেবী ও পুজো সংগঠক প্রবন্ধ রায় ওরফে ফ্যান্টা।
দোকানের আনুষ্ঠানিক উদ্বোধনের পর 'মডার্ন ফ্যাশনস'-এর অন্যতম অংশীদার কবিতা সরকার জানান, "শুরুতে আমরা এখানে পুরুষ ও মহিলাদের রেডিমেড ট্রেণ্ডী পোশাকের সাথে মহিলাদের শাড়িও রেখেছি। পরবর্তী সময় পোশাকের সম্ভারের পরিমান আরো বাড়ানো হবে।" কিশোরী ও যুবতীদের পছন্দের কথা খেয়াল রেখে এই মুহূর্তে দোকানে রাখা হয়েছে হাল আমলের নাইটি, হাউসকোট, টপ ও জিন্স প্রভৃতি নানান পোশাক।
এই পোশাকগুলোর দাম ৩৫০ টাকা থেকে শুরু করে ৫০০ টাকার মধ্যে ঘোরাফেরা করবে। কর্মরত ও ঘরোয়া দুই শ্রেণীর মহিলাদের প্রয়োজন ও পছন্দের কথা মাথায় রেখে এখানে তাঁতের নানাবিধ শাড়ির সাথে রয়েছে ঢাকাই, গরদ, মসলিন, তসর, লিলেন কটন, হ্যাণ্ডলুম ও সিল্কের নজরকাড়া সম্ভার। এই শাড়িগুলোর ৪৫০ টাকা থেকে শুরু করে ৩ হাজার টাকার মধ্যেই পাওয়া যাবে। আধুনিক কিশোর ও যুবকদের চাহিদার কথা মাথায় রেখে এখানে রাখা হয়েছে হাল আমলের রকমারি জিন্স, ফর্মাল প্যান্ট, শার্ট ও টি-শার্টের বিপুল সম্ভার। এই পোশাকগুলোর দাম ৪৫০ টাকা থেকে শুরু হয়ে ২ হাজার টাকার মধ্যে ঘোরাফেরা করবে। কোলকাতা পৌরনিগমের মেয়র পারিষদ সদস্য দেবাশিস কুমার সাংবাদিকদের বলেন সঠিক সময় 'মডার্ন ফ্যাশনস' উদ্বোধন করা হলো কারণ পুজোর সময় সাধারণ মানুষ কেনাকাটা অনেক বেশি করেন, সবাই কিছু না কিছু কেনেন।
'ভূমি ব্যাণ্ড' খ্যাত গায়ক সুরজিৎ চ্যাটার্জি সাংবাদিকদের বলেন এবারে পুজোর স্পেশাল কারণ করোনা জন্য ২ বছর ধরে পুজো ঠিকমতন বের হতে পারছিল না মানুষজন এবং পুজো কেনাকাটা করতে পারছিল না প্রচুর বিধি নিষেধ ছিল। এবারের পুজোর দিকে সবাই তাকিয়ে, 'মডার্ন ফ্যাশনস' কে সেই জন্য আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা রইল এবং প্রচুর বিক্রি হোক সেটা কামনা করি । প্রাক্তন ফুটবল খেলোয়াড় সুব্রত ভট্টাচার্য সাংবাদিকদের বলেন 'মডার্ন ফ্যাশনস' ছোট্টুর মধ্যে খুব সুন্দর সাজানো সামনে পুজো 'মডার্ন ফ্যাশনস' সাফল্য কামনা করি।
'মডার্ন ফ্যাশনস' সপ্তাহ
৬ দিন খোলা থাকবে। সোম কে শনি- সকাল ১১ টা
থেকে রাত ৮ টা ৩০ পর্যন্ত।
Comments
Post a Comment